promotional_ad

স্টোকসকে হোয়াইটওয়াশের ভয় দেখালেন হ্যাডিন

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা

১১ মে ২৫
মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্ট, আইপিএল

ইংল্যান্ডের ক্রিকেটের এখনকার মূলমন্ত্রই যেন উইকেটে যাও আর বাজে বলে মারো। ভয়ডরহীন ক্রিকেটে নিজেদের অন্যভাবে চেনাতে শুরু করেছে ইংলিশরা। অ্যাশেজে অস্ট্রেলিয়াকে হারাতে দ্রুত গতির ও ফ্লাট উইকেট চান বেন স্টোকস। তবে এমন উইকেটে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার ভয় দেখিয়ে রাখলেন ব্র্যাড হ্যাডিন।


সবশেষ ১২ মাসে একেবারে বদলে গেছে ইংল্যান্ডের খেলার ধরন। নিজেদের দেশের মাটিতে বেশিরভাগ ক্ষেত্রেই এমন উইকেটে চাচ্ছেন যেখানে কিনা পেসাররা যেমন সহায়তা পাবে তেমনি ব্যাটাররাও অনায়াসে রান করতে পারবে।


চার কিংবা পাঁচের বেশি রান রেটে রান তোলা যেন সেটারই প্রমাণ। এদিকে জেমস অ্যান্ডারসন-ওলি রবিনসন আর স্টুয়ার্ট ব্রডদের আগুনে বোলিংও স্পষ্ট বার্তা দিচ্ছে। সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন স্টোকস।


promotional_ad

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়েছিল তারা কি ধরনের উইকেট চান। এমন প্রশ্নে সেদিন স্টোকস জানিয়েছিলেন, তারা কেমন উইকেট চান সেটা গ্রাউন্ডস স্টাফরা জানেন।


বিস্তারিত বলতে গিয়ে স্কাই স্পোর্টসকে স্টোকস বলেছিলেন, ‘আমরা কেমন উইকেট চাই, সেটা গ্রাউন্ড স্টাফদের খুব পরিষ্কারভাবে জানিয়েছিলাম এবং তারা সেভাবেই কাজ করেছিল।’ এমন কথা বলার পর পরক্ষণেই হাসতে থাকেন স্টোকস। সেটির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি হাসছি কারণ আমি আবার এটার জন্য অপেক্ষা করছি।’


স্টোকসের এমন চাওয়ায় অবশ্য ইংল্যান্ডেরই লস দেখছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মনে করেন এটি নিজেদের পায়ে কুড়াল মারার মতো সিদ্ধান্ত। এ প্রসঙ্গে পন্টিং বলেন, ‘যদি ইংল্যান্ড ছোট বাউন্ডারিসহ ফ্লাট উইকেট তৈরি করে থাকে, তাহলে বোলারদের জন্য এখানে কিছুই থাকবে না।’


‘স্টুয়ার্ট ব্রড, অ্যান্ডারসন এবং রবিনসন যেমন পিচ চেয়েছেন, তেমন উইকেট না দেওয়া হলে, তারা কিছুই করতে পারবে না। ফলে দেখা যাক, কিভাবে তারা অজি ব্যাটারদের বিরুদ্ধে যায় লড়াই করে।’


শুধু পন্টিং নয় ব্র্যাড হ্যাডিনও ইংল্যান্ডের সর্বনাশ দেখছেন। সবশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে ৪-০ ব্যবধানে হেরে নাকানিচুবানি খেয়ে এসেছিল ইংল্যান্ড। নিশ্চিতভাবেই এবার সেটির প্রতিশোধ নিতে চাইবে স্টোকসের দল। তবে হ্যাডিন মনে করেন, এমন উইকেট বানালে ৫-০ ব্যবধানে হারতে পারে ইংল্যান্ড।


অজিদের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘তারা এমন একটি উইকেট চায় যেখানে উইকেট হবে দ্রুত এবং ফ্লাট, যেখানে বল সুদর ভাবে ব্যাটে আসবে। তারা যে উইকেটের পরে আছে, আমি মনে করি অস্ট্রেলিয়া সেখানে ৫-০ তে সিরিজ জয় করতে পারে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball