promotional_ad

সম্মানের সাথে লড়াই করতে চায় আফগানিস্তান

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়াও আমাদেরকে হালকাভাবে নেবে না: আফগানিস্তানের কোচ

২৭ ফেব্রুয়ারি ২৫
ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান দল, ফাইল ফটো

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৮২ রানের জবাব দিতে নেমে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। দিন শেষে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর সাবলীল ব্যাটিংয়ে ৩৭০ রানের লিড পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের চেয়ে ঢের পিছিয়ে থাকায় এখন কেবল সম্মানজনক লড়াইয়ের কথা ভাবছে আফগানরা। এমনটা জানিয়েছেন জনাথন ট্রট।


সকালের শুরুতে বাংলাদেশের পাঁচ ব্যাটারকে দ্রুতই ফিরিয়ে ছিল আফগানিস্তান। ট্রটের কথা রাখতেই যেন এদিন টাইগারদের ২০ রানের বেশি করতে দেননি নিজাত মাসুদরা। তবে সকালের স্বস্তি বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারেনি সফরকারীরা।


promotional_ad

ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হাসমতউল্লাহ শাহিদীর দল। লাঞ্চের আগে ৩৫ রানেই নেই টপ অর্ডারের তিন ব্যাটার। পরের সেশনেও অব্যাহত ছিল আফগান ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত ইবাদত হোসেন ও শরিফুল ইসলামদের দারুণ বোলিংয়ে সফরকারীরা থামে ১৪৬ রানে।


আরো পড়ুন

আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির

১৪ মার্চ ২৫
আফগানিস্তান ও বাংলাদেশ দল

২৩৬ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মাহমুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ। তবে লিটন দাসের দলকে বিপদে পড়তে দেননি জাকির ও শান্ত। তাদের দুজনের হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে তুলেছে ১৩৪ রান। তাতেই বাংলাদেশ লিড দাঁড়িয়েছে ৩৭০ রানে।


এমন পরিস্থিতিতে আফগান কোচ তার শিষ্যদের সম্মানের সাথে লড়াই পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘হ্যাঁ(প্রায় অসম্ভব), এটা কঠিন হতে চলেছে। অবশ্যই পিচ যেভাবে আচরণ করছে তাতে এটা আসলেই অনেক কঠিন। আপনি কেবল কিছুটা গর্বের জন্য এবং নিজেদের সামর্থ্য দেখানোর জন্য লড়াই করতে পারেন।’


বাংলাদেশের হাতে এখনও ৯ উইকেট ও যথেষ্ট সময় থাকায় লিড বাড়তে পারতে পাঁচশ পর্যন্তও। তাতে করে মিরপুরের উইকেটে চতুর্থ ইনিংসে এমন রান তাড়া প্রায় অসাধ্য হবে আফগানিস্তানের জন্য। বাংলাদেশের বিপক্ষে বাজে খেলার কারণ হিসেবে পর্যাপ্ত প্রস্তুতির অভাবকে দায়ী করেছেন তিনি।


এ প্রসঙ্গে ট্রট বলেন, ‘আমার মনে হয় আমরা কিছু আলগা শট খেলেছি। আমার মনে হয় ক্রিকেটারদের খেলা নিয়ে সচেতনতার অভাব। আপনি টেস্ট ম্যাচ এবং প্রথম শ্রেণির না খেললে তাতে মরিচা ধরে। এমনটা হতেই পারে। আসলে আমরা এখানে প্রস্তুতি ম্যাচও খেলিনি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball