মঈন-অ্যান্ডারসনকে নিয়েই ইংল্যান্ডের একাদশ
ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বরুণের সঙ্গে আরো জুটি গড়তে চান মঈন
২৭ মার্চ ২৫
চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি জেমস অ্যান্ডারসন। তবে অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে রাখা হয়েছে ডানহাতি এই পেসারকে। সেই সঙ্গে একাদশে আছেন ওলি রবিনসন ও মঈন আলী। এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
জ্যাক লিচ চোটে পড়ে পুরো অ্যাশেজ থেকে ছিটকে যাওয়ায় অবসরে থাকা মঈনকে ফেরায় ইংল্যান্ড। বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের চাওয়াতে সাড়া দিয়েই অবসর ভেঙে টেস্টে ফিরেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

টেস্ট শুরুর আগে এজবাস্টনে অনুশীলন করেছে স্টোকসের দল। এদিকে ক্রিকেটে অবদানের জন্য রানীর জন্মদিনে সম্মাননা পেয়েছেন মঈন। উইন্ডসোর ক্যাসলে সেই সম্মাননা স্মারক গ্রহণ করতে যাওয়ার কারণে অনুশীলনে ছিলেন না তিনি।
নাইটহুড পাচ্ছেন জেমস অ্যান্ডারসন
১২ এপ্রিল ২৫
যদিও তাকে নিয়েই একাদশ সাজিয়েছে ইংল্যান্ড। তাতে করে ২১ মাসের বিরতি দিয়ে ইংল্যান্ডের টেস্ট দলে ফিরলেন মঈন। জনি বেয়ারস্টো সাতে আর আট নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।
এদিকে অ্যান্ডারসনের সঙ্গে পেসার হিসেবে একাদশে দেখা যাবে স্টুয়ার্ট ব্রড এবং রবিনসনকে। চোটের কারণে বেশ কিছুদিন ধরেই ক্রিকেটের বাইরে আছেন মার্ক উড। ২০২২ সালের ডিসেম্বর থেকে লাল বলের ম্যাচে বোলিং করেননি ডানহাতি এই পেসার।
সবশেষ ১২ মাসে পাকিস্তান সিরিজে কেবল বোলিং করেছিলেন তিনি। তবে অ্যাশেজের কোনো একটা অংশে দেখা যাবে উডকে। ওপেনিংয়ে জ্যাক ক্রলি আর বেন ডাকেটের ওপরই আস্থা রেখেছে ইংল্যান্ড। এদিকে ১৬ তারিখে শুরু হওয়া এজবাস্টন টেস্টে বল হাতে দেখা যাবে স্টোকসকে।
ইংল্যান্ডের প্রথম টেস্টের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, মঈন আলী, স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন এবং জেমস অ্যান্ডারসন।