আমরা শান্তদের রান করতে দিয়েছি: ট্রট

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
২৫ বছরেও টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠায় শান্তর আক্ষেপ, নতুন কিছু দেখানোর প্রতিশ্রুতি
১৯ এপ্রিল ২৫
রঙিন বলের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত। সবশেষ মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে পেয়েছেন ওয়ানডে সেঞ্চুরি। সেই ছন্দই যেন টেস্টে বইয়ে এনেছেন বাঁহাতি এই ব্যাটার। আফগানিস্তানের বিপক্ষে পেয়েছেন সেঞ্চুরির দেখাও। তবে জোনাথান ট্রট বলছেন শান্তদের রান করতে সহায়তা করেছে আফগানদের বাজে বোলিং।
মিরপুরের সবুজাভ উইকেটে পেসারদের আশা দেখছিলেন দুই দলের অধিনায়কই। ম্যাচের আগের দিন চার পেসার খেলানোর ইঙ্গিতও দিয়েছিলেন চান্দিকা হাথুরুসিংহে। তাতে করে উইকেট থেকে পেসাররা যে বাড়তি সুবিধা পাবেন সেটা খানিকটা অনুমেয়ই ছিল।

যদিও টস জিতে বোলিং নিয়ে সেটা কাজে লাগাতে পারেননি আফগানিস্তানের পেসাররা। নিজাত মাসৌদ একটু আশা দেখালেও আফগানদের সেই হাসি টেকেনি বেশিক্ষণ। মাহমুদুল হাসান জয় আর শান্তর সামনে এলোমেলো বোলিং করেছেন সফরকারীরা বোলাররা।
প্রিটোরিয়ার কোচ হলেও আফগানিস্তানের দায়িত্বেই থাকছেন ট্রট
১০ ডিসেম্বর ২৪
সেই সুযোগটা ভালোভাবেই লুফে নিয়েছেন ১৪৬ রানের ইনিংস খেলা শান্ত ও ৭৬ রান করা জয়। স্ট্রোকের ফোয়ার ছুঁটিয়ে এমন ইনিংস খেলেছেন ছন্দে থাকা শান্ত। আফগানরা ভালো বোলিং করতে না পারায় বাংলাদেশ এত দ্রুত রান তুলেছে বলে মনে করেন ট্রট।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আফগানিস্তানের প্রধান কোচ বলেন, ‘সে (নাজমুল হোসেন শান্ত) দারুণ ব্যাটার। আমরা যেভাবে বোলিং করেছি তাতে আমার মনে হয় আমরা তাদের রান করতে সহায়তা করেছি। আমরা যদি ভালো বোলিং করতাম তাহলে রান রেট আরও কমে রাখতে পারতাম।’
এলোমেলো লেংথে বোলিংয়ের সঙ্গে বেশ কিছু নো বলও করেছে আফগানিস্তানের বোলাররা। যেটার খেসারত দিতে হয়েছে সফরকারীদের। যদিও শান্তর ক্ষেত্রে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। নিজাতের বলে ১৪৩ রানে আউট হয়েছিলেন শান্ত। তবে নো বল হওয়ার কারণে বেঁচে যান তিনি।
যদিও শেষ পর্যন্ত ১৪৬ রানে ফিরে যেতে হয় বাঁহাতি এই ব্যাটারকে। আফগান বোলারদের অ্যাকুরেসি নিয়ে ট্রট বলেন, ‘সবমিলিয়ে আমরা ভালো বল করিনি। আমরা খুব বেশি অ্যাকুরেট ছিলাম না। টেস্ট ক্রিকেটে প্রতিযোগিতা করতে চাইলে আপনাকে অ্যাকুরেট হতে হবে। আমাদের তাদের ওপর চাপও তৈরি করতে পারিন। আমরা কিছুটা করতে পেরেছি তবে যথেষ্ট না।’