লস অ্যাঞ্জেলসের হয়ে খেলবেন রাসেল-রয়-রুশোরা

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএল খেলতে সিলেটে পা রাখলেন জেসন রয়
৭ জানুয়ারি ২৫
মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলতে ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন জেসন রয়! সপ্তাহ দুয়েক আগে এমন খবর প্রকাশ করেছিল ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে রয় জানিয়েছিলেন, তিনি ইংল্যান্ড ছেড়ে কোথাও যাচ্ছেন না।
যদিও ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, মেজর লিগে খেলতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে চুক্তি বাতিল করেছেন রয়। এবার তাকে নিয়ে বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করলো মেজর লিগের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরেৃ সাকিব আল হাসানের বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন ডানহাতি এই ওপেনার। ব্যাট হাতে সাফল্যও পেয়েছিলেন তিনি। এবার তাকেই নিয়েই দল সাজিয়েছে লস অ্যাঞ্জেলস।
তবুও রাসেলকে দোষ দিতে নারাজ কলকাতার ম্যানেজমেন্ট
৫ ঘন্টা আগে
যেখানে তার সঙ্গে রয়েছেন কলকাতার বেশ কয়েকজন সতীর্থ। সবশেষ কয়েক মৌসুম ধরে কলকাতার হয়ে খেলা আন্দ্রে রাসেল-সুনীল নারিনকে দেখা যাবে লস অ্যাঞ্জেলসের জার্সিতে। কলকাতার হয়ে খেলা লকি ফার্গুসনও খেলবেন মেজর লিগে একই দলের হয়ে।
এদিকে নাইট রাইডার্সের মালিকানায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্স এবং ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে রয়েছে আবু ধাবি নাইট রাইডার্স নামে দুটি দল। সেখানেও নিয়মিত খেলছেন রাসেল ও নারিন।
এদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা রাইলি রুশো, রাজস্থান রয়্যালসের অ্যাডাম জাম্পা খেলবেন লস অ্যাঞ্জেলসের হয়ে। এ ছাড়া নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলকেও দলে ভিড়িয়েছে তারা। ড্রাফট থেকে তারা দলে নিয়েছে উন্মুখ চাঁদ, জাসকারান মালহোত্রা এবং আলী খানকে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের আলী শেখ, ওয়েস্ট ইন্ডিজের ভাসকর ইয়াদরাম, সাউথ আফ্রিকার কর্নে ড্রাই, কানাডার নীতিশ কুমার, পাকিস্তানের সাইফ বাদার এবং সাউথ আফ্রিকার শ্যাডলি ভ্যান স্ক্যালওয়াক খেলবেন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে।