অ্যাশেজে খেলতে না পারলে হতাশ হবো: বোল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোহলিদের গুঁড়িয়ে সেরা দশে বোল্যান্ড
৮ জানুয়ারি ২৫
অস্ট্রেলিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাতে অসাধারণ ভূমিকা পালন করেছেন স্কট বোল্যান্ড। গতি দিয়ে দারুণভাবে ভারতের ব্যাটারদের পরাস্ত করেছেন তিনি। এবার দেশের হয়ে অ্যাশেজেও খেলতে চান এই পেসার। সবগুলো ম্যাচে সুযোগ না মিললেও, অ্যাশেজে নিশ্চিতভাবেই খেলবেন তিনি- এমনটাই বিশ্বাস বোল্যান্ডের। আর সুযোগ যদি না মিলে তাহলে হতাশ হবেন তিনি, জানিয়েছেন বোল্যান্ড।
২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় বোল্যান্ডের। ১৪.৫৭ গড় এবং ২.৩১ ইকোনমি রেটে এখন পর্যন্ত ৩৩টি উইকেট নিয়েছেন এই পেসার। অভিষেকের পর থেকেই অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অবাহত ছিল তার গতির ঝড়। পুরো ম্যাচে ১০৫ রান খরচায় পাঁচ উইকেট নেন বোল্যান্ড। অ্যাশেজ সিরিজকে মাথায় রেখে শেষবারের শেফিল্ড শিল্ডেও ছয়টি ম্যাচ খেলেছিলেন তিনি।
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
বোল্যান্ড বলেন, 'আমার কাজ হচ্ছে পারফর্ম করে যাওয়া। নির্বাচকদের কাজ কঠিন করে যাওয়া। আমি শুধু উইকেট নেয়ার দিকেই নজর দিচ্ছি, নিজের কাজটা করে যাচ্ছি। আমি যদি খেলতে পারি সেটা দারুণ হবে। না খেলতে পারলে অবশ্যই আমি হতাশ হবো।'
তবে আমি জানি, কোনো এক পর্যায়ে সুযোগ আসবে। দুই মাস আগে শেফিল্ড শিল্ডে আমি ছয়টি ম্যাচ খেলেছি। সেখানেও কঠোর পরিশ্রম করেছি। সবারই মাথায় আছে যে আমাদের পরিবর্তন (বোলিং লাইনআপ) করে নামতে হবে।
অস্ট্রেলিয়ার নিয়মিত পেসার জস হ্যাজেলউড এখনও পুরোপুরি ফিট না হওয়ায় ম্যাচ খেলার সম্ভাবনা আছে বোল্যান্ডের। এ ছাড়া পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের বদলে মাঠে নামতে দেখা যেতে পারে বোল্যান্ডকে।