promotional_ad

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘বোলিং ছাড়া টেস্টে আমরা খুব বেশি উন্নতি করিনি’

৯ এপ্রিল ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মুমিনুল হক, ক্রিকফ্রেঞ্জি

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের সামনে ৪৪৪ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে রোহিত শর্মার দলকে। ওভালে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটি ইংল্যান্ডের। সেবার স্বাগতিকদের সামনে লক্ষ্য ছিল ২৬৩ রানে। সেটিও ১২১ বছরের পুরোনো রেকর্ড।


এ ছাড়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। ২০০৪ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার দেয়া ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে হলে ভারতকে এই রেকর্ডও ভেঙ্গে দিতে হবে।


বড় লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংস আক্রমণাত্মক মেজাজেই শুরু করেছিল ভারত। প্যাট কামিন্সের করা ইনিংসের দ্বিতীয় বলেই দারুণ এক পুল শটে চার মেরে রানের খাতা খোলেন রোহিত শর্মা। পরের ওভারে কোনো বাউন্ডারি না এলেও তৃতীয় ওভারে কামিন্সকে তিনটি চার মেরে রান তাড়ার মানসিকতা দেখান দুই ওপেনার শুভমান গিল ও রোহিত।


অবশ্য এই জুটিকে বড় হতে দেননি স্কট বোল্যান্ড। ব্যক্তিগত ১৮ রানে অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপে ক্যামেরন গ্রিনের দারুণ এক ক্যাচে সাজঘরে ফেরেন। বাঁহাতে ধরা সেই ক্যাচ নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। তবে থার্ড আম্পায়ার বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণের পর গিলকে আউট ঘোষণা করেন।


promotional_ad

দ্বিতীয় উইকেটে রোহিত শর্মা ও বিরাট কোহলি মিলে যোগ করেন ৫১ রান। তবে ১ রানের ব্যবধানে রোহিত ও চেতেশ্বর পূজারা ফিরলে ভারতের ইনিংস ধসে পড়ার শঙ্কা তৈরি হয়। তবে কোহলি ও আজিঙ্কা রাহানে মিলে দিনের বাকি সময়টা সামাল দিয়েছেন।


আরো পড়ুন

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ বুমরাহ-মান্ধানা

৩ ঘন্টা আগে
ফাইল ছবি

ভারত দিন শেষ করেছে ৩ উইকেটে ১৬৪ রান নিয়ে। কোহলি ৪৪ ও রাহানে ২০ রান করে অপরাজিত আছেন। ভারত এখনও পিছিয়ে আছে ২৮০ রানে। এই ম্যাচ বাঁচাতে হলে বা জিততে হলে বড় ভূমিকা পালন করতে হবে কোহলি-রাহানেকেই। অন্যদিকে অস্ট্রেলিয়ার দরকার আর ৭ উইকেট। ফলে বলাই যায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের শেষদিনে অপেক্ষা করছে দারুণ এক রোমাঞ্চ।


এর আগে চতুর্থ দিনের সকাল থেকেই দারুণ বোলিং করেছেন ভারতের পেসাররা। দিনের তৃতীয় ওভারেই মার্নাস ল্যাবুশেনের উইকেট তুলে নেয় ভারত। উমেশ যাদবের বলে স্লিপে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দেন এই অজি ব্যাটার। তার ব্যাট থেকে আসে ১২৬ বলে ৪১ রানের ধৈর্যশীল ইনিংস। এই ব্যাটার বাউন্ডারি মেরেছেন মাত্র চারটি।


এরপর ভারতের উইকেট পেতে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। দারুণ এক জুটি বেধে অস্ট্রেলিয়ার রান বাড়িয়েছেন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। তবে রানের জন্য তাদের হাঁসফাঁস করতে হয়েছে। মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, শার্দূল ঠাকুররা রীতিমতো তোপের মুখে রেখেছিলেন এই দুই অজি ব্যাটারকে।


দারুণ বোলিং করেছেন স্পিনার রবীন্দ্র জাদেজাও। তিনি গ্রিনকে ব্যক্তিগত ২৫ রানে বোল্ড করে এই জুটি ভাঙেন। গ্রিন ফিরে গেলে দ্রুত রান তুলতে থাকেন স্টার্ক ও ক্যারি। ২০ ওভারের জুটিতে এই দুজনে যোগ করেন ৯৩ রান। এর মধ্যে স্টার্কের ব্যাট থেকেই এসেছে ৫৭ বলে ৪১ রান। তার ইনিংস জুড়ে ছিল ৭টি চারের মার।


শামির বলে টপ এজ হয়ে কোহলিকে ক্যাচ দিয়ে শেষ পর্যন্ত সাজঘরে ফিরতে হয়ে তাকে। এরপর ক্যারিকে সঙ্গ দিতে আসেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিনি ৫ রান করে আউট হয়ে গেলে ২ উইকেট বাকি থাকতেই ইনিংস ঘোষণা করে দেয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ভারতের সবচেয়ে সফল বোলার জাদেজাই। তিনি ৫৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন উমেশ ও শামি। একটি উইকেট গেছে সিরাজের ঝুলিতে। 


এই ম্যাচে ভারত মূলত পিছিয়ে পড়েছে প্রথম ইনিংসেই। টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অল আউট হয়েছিল ৪৬৯ রানে। জবাবে ভারত তুলেছিল ২৯৬ রান। ১৭৩ রানে এগিয়ে থেকে খেলতে নেমে ২৭০ রান করে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball