promotional_ad

'দ্রাবিড় কিংবদন্তি ক্রিকেটার হলেও কোচ হিসেবে জিরো'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে হেসন

৩ ঘন্টা আগে
ইসলামাবাদের অনুশীলন জার্সিতে মাইক হেসন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে ক্রিকেট মহলে। অনেকেই মনে করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালের মতো গ্রাউন্ডের সবুজ উইকেটে টস জিতে বোলিং নেয়া উচিত হয়নি। এমনকি ভারতীয় বোলাররা দ্রুত উইকেট নিলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছেন।


এর পেছনে ভারতীয় প্রধান কোচ রক্ষণাত্মক কৌশলকে দায়ী করেছেন অনেকেই। পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলী মনে করেন ক্রিকেটার হিসেবে কিংবদন্তির কাতারে থাকলেও কোচ হিসেবে দ্রাবিড়ের দক্ষতাই নেই। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএলের রেশ রয়ে গেছে বলে মনে করেন বাসিত।


promotional_ad

নব্বইয়ের দশকের স্টাইলিশ এই ব্যাটার বলেন, 'ম্যাচের প্রথম দুই ঘণ্টায় ব্যাটিং করা নিয়ে দুর্ভাবনায় ভারত যখন টস জিতে বোলিং নিয়েছে, তারা ম্যাচ হেরে গেছে তখনই। এরপর যেরকম বোলিং তারা করেছে, তা ছিল আসলে আইপিএলের বোলিং। লাঞ্চের সময় ভারতীয় বোলারদের দেখে মনে হচ্ছিল, তারা বুঝি ম্যাচ জিতে গেছে।'


আরো পড়ুন

‘বোলিং ছাড়া টেস্টে আমরা খুব বেশি উন্নতি করিনি’

৯ এপ্রিল ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মুমিনুল হক, ক্রিকফ্রেঞ্জি

প্রথম দিনেই ৩ উইকেটে ৩২৭ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা নিজেদের হাতে নিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। অবশ্য পরের দুইদিন কঠিন লড়াই করে ম্যাচে ফেরে ভারত। তবে অজি বোলারদের দাপটে আবারও কোণঠাসা হয়ে যায় রোহিতের দল। ফলোঅন এড়ালেও অস্ট্রেলিয়া পেয়ে যায় ১৭৩ রানের লিড। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১২৩ রান।


অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসেও শুরুতে উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করেছিল ভারতীয় বোলাররা। তবুও তাদের লিড প্রায় তিনশোর কাছাকাছি চলে গেছে। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত এগিয়ে আছে ২৯৬ রানে। বাসিত মনে করেন ম্যাচ জিততে ভারতের হাতে একটাই সুযোগ আছে। সেটা হলো অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করে দেয়া। এরপরও তাদের অলৌকিক কিছুর আশায় থাকতে হবে বলে মনে করেন তিনি।


বাসিত বলেন, 'এখন ভারত যা করতে পারে তা হলো, অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করা এবং চতুর্থ ইনিংসে অলৌকিক কিছুর আশা করা। প্রথম ইনিংসে ভারত যে ১২০ ওভার ফিল্ডিং করেছে, ওদের স্রেফ ২-৩ জনকে ফিট মনে হয়েছে-রাহানে, কোহলি ও জাদেজা। বাকিদের ক্লান্ত মনে হয়েছে।'


দ্রাবিড়ের সমালোচনা করে সাবেক এই পাকিস্তানি ব্যাটার বলেন, 'রাহুল দ্রাবিড়ের বিশাল ভক্ত আমি। সবসময়ই ছিলাম ও থাকব। দুর্দান্ত ক্রিকেটার ছিল সে, একজন কিংবদন্তি। কিন্তু কোচ হিসেবে সে একদমই জিরো। ভারতে আপনার টার্নিং উইকেট বানিয়েছেন। স্রেফ এই প্রশ্নের উত্তর দিন, অস্ট্রেলিয়াতে গিয়ে কি এরকইরকম উইকেট পেয়েছেন? ওখানে বাউন্সি উইকেট ছিল, তাই না? কে জানে, সে আসলে কী ভাবছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball