promotional_ad

গিল তো শিখছে, পূজারা এটা কি করলো, প্রশ্ন শাস্ত্রীর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হেড নয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেনিংয়ে কনস্টাস

৪ ফেব্রুয়ারি ২৫
শ্রীলঙ্কা সফরে স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ মিলছে না স্যাম কনস্টাস

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাকফুটে রয়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ৩১৮ রানে পিছিয়ে আছে রোহিত শর্মার দল। তাদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫১ রান। এরই মধ্যে ফিরে গেছেন রোহিত, শুভমান গিল, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা ও রবীন্দ্র জাদেজা।


সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী সবচেয়ে বেশি ক্ষেপেছেন পূজারার আউট নিয়ে। যদিও স্কট বোল্যান্ডের বল লিভ করতে গিয়ে বোল্ড হয়েছেন গিল। এরপর ক্যামেরন গ্রিনের বলে একই কায়দায় আউট হয়েছেন পূজারা। তার এই আউট কিছুইতেই মানতে পারছেন না শাস্ত্রী।


promotional_ad

গিল এখন শিখছেন। তবে পূজারার মতো একজন অভিজ্ঞ ব্যাটারের আউট হওয়ার ধরন ভালো লাগছে না তার। এ প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘আমরা ইংল্যান্ডে বল ছাড়ার কথা বলি এবং আমরা সবসময় আপনার অফ স্টাম্প কোথায় তা জানার কথা বলি। আপনার অফ স্টাম্প কোথায় তা জানা নেই।'


আরো পড়ুন

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ বুমরাহ-মান্ধানা

৫ ঘন্টা আগে
ফাইল ছবি

গিলের সঙ্গে তুলনা নিয়ে পূজারাকে নিয়ে শাস্ত্রী বলেন, 'দেখুন, শুভমান গিল তার ফুটওয়ার্ক নিয়ে একটু অলস। সে শিখবে; সে এখনও শেখার জায়গায় আছেন। সে এখনও তরুণ, কিন্তু পূজারা তার কাছ থেকে এটা দেখে খুবই হতাশাগ্রস্ত হয়েছি। এটা বলের দিকে এবং বলের লাইনের দিকে আরেকটু এগিয়ে যাওয়া উচিত ছিল।'


এর আগে গিল আউট হওয়ার পর তাকে পরামর্শ দিয়ে শাস্ত্রী বলেছিলেন, ‘এটি খুবই খারাপ ছিল কারণ সামনের পা সবেমাত্র এগিয়ে ছিল। তখন তার বলের দিকে যাওয়া উচিত ছিল। আসলে সে এটিকে খেলতে চেয়েছিল এবং তারপর সিদ্ধান্ত নিয়েছিলেন যে সে এটিকে ছেড়ে দেবে।'


'আপনি দেখতে পাচ্ছেন, সে যেভাবে এটিক ছেড়েছে তাতে তার অফ-স্টাম্প উন্মুক্ত হয়েগিয়েছিল। সামনের পা তখনও মিডল স্টাম্পে ছিল যখন এটি আসলে অফ স্টাম্পের দিকে যাওয়া উচিত ছিল। সামনের পাকে দেখুন। এটি বলের দিকে হওয়া উচিত ছিল। সে ভেবেছিল এটি অফ স্টাম্পের বাইরে ছিল। এটি তার সিদ্ধান্তের একটি বড় ভুল।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball