অবসর ভাঙিয়ে মঈনকে অ্যাশেজে ফেরাচ্ছে ইংল্যান্ড!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বরুণের সঙ্গে আরো জুটি গড়তে চান মঈন
২৭ মার্চ ২৫
জ্যাক লিচের ইনজুরিতে অ্যাশেজ শুরুর আগমুহূর্তে দিশেহারা ইংল্যান্ডের ম্যানেজমেন্ট। শেষ মুহূর্তে কোন স্পিনারকে দলে ভেড়াবে তারা এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। এরই মাঝে ইংলিশ মিডিয়ার খবর, মঈন আলীকে অবসর ভাঙিয়ে টেস্টে ফেরানোর পরিকল্পনা করছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আর তাই জাতীয় দলের প্রয়োজনে অবসর ভেঙে ফের টেস্ট জার্সি গায়ে তুলতে পারেন মঈন। যদিও এই ব্যাপারে এখনই কিছু জানায়নি ইসিবি। তবে ইংলিশ মিডিয়ার দাবি, মঈনের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা করেছে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।

ইংল্যান্ডের হয়ে মঈন এখন শুধুমাত্রই সীমিত ওভারের ক্রিকেটে খেলছেন। টেস্ট থেকে তিনি অবসরে গেছেন ২০২১ সালে। এরপর ব্রেন্ডন ম্যাককালাম কোচ হওয়ার পর গুঞ্জন ওঠে, আবারও টেস্ট ক্রিকেটে ফিরছেন মঈন!
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
যদিও মঈন সেসময় স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, ম্যাককালামের সঙ্গে কথা হলেও টেস্ট ক্রিকেটে ফিরছেন না তিনি। তবে এবারের বিষয়টি পুরোপুরিই ভিন্ন। কেননা অ্যাশেজের দল থেকে ইতোমধ্যেই ছিটকে গেছেন লিচ।
স্ট্রেস ফ্র্যাকচারের কারণে মহাগুরুত্বপূর্ণ এই সিরিজ থেকে ছিটকে গেছেন এই স্পিনার। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে এই চোটে পড়েছিলেন তিনি। আর তাই তাকে ছাড়াই এবার অ্যাশেজ মিশনে মাঠে নামতে হচ্ছে ইংল্যান্ডকে।
ইংলিশ মিডিয়া অবশ্য জানিয়েছে লিচের বিকল্প হওয়ার দৌড়ে আছেন তিন স্পিনার রেহান আহমেদ, উইল জ্যাকস ও লিয়াম লিভিংস্টোন। এর বাইরে আলোচনায় আছেন ডম বেস ও লিয়াম ডসনও।
এদের মধ্যে স্বীকৃতি প্রাপ্ত লেগ-স্পিনার হচ্ছেন রেহান, বাকিদের প্রায় সবাই ব্যাটিং অলরাউন্ডার। ১৮ বছর বয়সী এই স্পিনারের ওপর অ্যাশেজের মতো সিরিজে আস্থা রাখতে চাইছে না ইসিবি। এই কারণে বাঁহাতি অর্থোডক্স লিচের বদলে ডানহাতি স্পিনার মঈনকে ফেরাতে চায় তারা।