promotional_ad

প্রথম দুই অ্যাশেজ টেস্টের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগে হুট করেই ইংল্যান্ড দলে ডাক পেয়েছিলেন জশ টাং। এবার অ্যাশেজের জন্য ইংল্যান্ডের ঘোষিত প্রথম দুই টেস্টের দলেও রয়েছেন ডানহাতি এই পেসার। আয়ারল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে থাকা সবাই আছেন প্রথম দুই টেস্টের দলে।


কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময় কুঁচকির চোটে পড়েছিলেন জেমস অ্যান্ডারসন। আয়ারল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে থাকলেও বোলিং করার মতো অবস্থা না থাকায় তাকে একাদশে রাখা হয়নি। এদিকে আরেক পেসার ওলি রবিনসনও একাদশে ছিলেন না।


promotional_ad

গোঁড়ালির চোটের কারণেই স্কোয়াডে থাকলেও আইরিশদের বিপক্ষে খেলা হয়নি তার। তবে অ্যাশেজের শুরু থেকেই তাদের পাওয়ার আশা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা দুজন না থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে ডাকা হয়েছিল টাংকে। 


প্রথম ইনিংসে ১৩ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন ডানহাতি এই পেসার। তবে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের টপ অর্ডারকে একাই গুঁড়িয়ে দিয়েছেন টাং। নিজের প্রথম ১৫ ওভারে চারটি উইকেট নিয়েছেন তিনি। 


এমন পারফরম্যান্সের পর অ্যাশেজ সিরিজেও ডাক পড়েছে ২৫ বছর বয়সি এই পেসারের। এদিকে টানা দ্বিতীয় টেস্টে বাদ পড়লেন উইকেটকিপার ব্যাটার বেন ফোকস। অ্যাশেজেও উইকেটকিপিং করবেন চোট কাটিয়ে লম্বা সময় পর দলে ফেরা জনি বেয়ারস্টো। 


আগামী ১৩ জুন এজবাস্টনে শুরু হবে অ্যাশেজের জন্য অনুশীলন। ১৬ জুন মাঠে গড়াবে এবারের অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে। ২৮ জুন থেকে লর্ডসে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাকি ম্যাচগুলো হবে হেডিংলি, ম্যানচেস্টার এবং ওভালে।


প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ম্যাথু পটস, ওলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস এবং মার্ক উড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball