promotional_ad

হাঁটুতে অস্ত্রোপচার প্রয়োজন ধোনির

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১১ বলে ২৬, ম্যাচসেরা হয়ে অবাক ধোনি

১৫ এপ্রিল ২৫
১১ বলে অপরাজিত ২৬ রান করেন ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পঞ্চম শিরোপা জেতার পরই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেবেন মহেন্দ্র সিং ধোনি, এমনটাই প্রত্যাশা ছিল ভক্ত সমর্থকদের। যদিও সবাইকে অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দেননি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক। ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে আরও এক মৌসুম খেলে যেতে চান তিনি। যদিও এই আসর শেষ না হতেই বড় দুঃসংবাদ শুনতে হচ্ছে ধোনিকে। ইনজুরি আক্রান্ত হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে তাকে।


হাঁটুর ইনজুরি নিয়েই পুরো আইপিএলে খেলেছেন ধোনি। নিজের দল চেন্নাই সুপার কিংসকে পঞ্চমবারের মতো শিরোপাও জিতিয়েছেন। তবে ফাইনালের পর দেরি না করে আহমেদাবাদ থেকে মুম্বাই চলে যান ধোনি।


promotional_ad

সেখানকার একটি হাসপাতালে খ্যাতনামা চিকিৎসক কিৎসক দীনশ পারদিওয়ালার সঙ্গে দেখা করেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের আস্থার জায়গা হলেন চিকিৎসক পারদিওয়ালা। তরুণ উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্তের অস্ত্রোপচারও করেছিলেন তিনি।


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়

৪ ঘন্টা আগে
বল হাতে ৪ উইকেট নিয়েছেন মুকেশ কুমার, বিসিসিআই

আর তাই ধোনিও ছুটে গেছেন পারদিওয়ালার কাছে। ভারতের গণমাধ্যমের দাবি, ধোনির হাঁটুতে অস্ত্রোপচার প্রয়োজন। এই ব্যাপারে চেন্নাইয়ের ম্যানেজমেন্টের সঙ্গে কথাও বলেছেন ধোনি। যদিও এই সিদ্ধান্ত ধোনির ওপরেই ছেড়ে দিয়েছে চেন্নাইয়ের ম্যানেজমেন্ট।


এই ব্যাপারে চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন বলেন, 'ধোনি বাম হাঁটুর জন্য চিকিৎসকদের পরামর্শ নেবেন। সেই অনুযায়ী তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত হবে। ডাক্তার অস্ত্রোপচার করার পরামর্শ দেবেন কিনা- সেটা জানা যাবে রিপোর্ট আসার পর। তখন ধোনি সিদ্ধান্ত নেবেন যে তিনি অস্ত্রোপচার করাবেন কি না।'


সবাই ধরে নিয়েছিলেন এবারের আসরেই শেষ আইপিএল খেলছেন ধোনি। এ কারণে ভারতের যে মাঠেই খেলা হোক, দর্শকরা বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করতেন তার জন্যে। কিন্তু ট্রফি হাতে তোলার আগেই ধোনি ঘোষণা দেন, শরীর সায় দিলে পরের আসরেও খেলবেন তিনি।


পুরস্কার বিতরণীতে হার্শা ভোগলেকে ৪১ বছর বয়সী ধোনি বলেন, ‘অবসর ঘোষণা করার জন্য এটাই সেরা সময়। এখন সবচেয়ে সহজ হচ্ছে সবাইকে ধন্যবাদ দিয়ে অবসর নেওয়া। কিন্তু কঠিন কাজটা হচ্ছে, আগামী নয় মাস কঠোর পরিশ্রম করে আরেকটা মৌসুম খেলার চেষ্টা করা। যে ভালোবাসা আমি চেন্নাইয়ের সমর্থকদের কাছ থেকে পেয়েছি, আরও এক মৌসুম খেললে তাদের জন্য আমার পক্ষ থেকে একটা উপহার দেওয়া হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball