promotional_ad

কেউ সেঞ্চুরি না পেলেও ওয়েস্ট ইন্ডিজের দাপুটে ব্যাটিং অব্যাহত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম দিনের পর বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। ম্যাচের দ্বিতীয় দিন শেষে ছয় উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে তারা।


সিলেটে প্রথম দিনের মতো এ দিনও খুব বেশি সাফল্য পায়নি বাংলাদেশের বোলাররা। তবে ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটারকে সেঞ্চুরিও করতে দেননি তারা। ম্যাচে ৫৪ রান খরচায় তিন উইকেট নিয়েছেন মুশফিক হাসান।


দুই উইকেটে ২২০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। ত্যাগনারায়ণ চন্দরপল ও আলিক আথানেজ- দুজনই বেশ নির্ভরতার সঙ্গে দিনের খেলা শুরু করেন। বাংলাদেশি বোলারদের ধৈর্যেরও পরীক্ষা নেন চন্দরপল।


promotional_ad

যদিও সেঞ্চুরির দেখা পাননি তিনি। মুশফিকের বলে উইকেটরক্ষক জাকের আলী অনিককে যখন চন্দরপল ক্যাচ দেন তখন তার নামের পাশে ছিল ৮৩ রান। ততক্ষণে ২৩৬ বল খেলে ফেলেছেন তিনি।


একই ওভারে রানের খাতা খোলার আগেই ব্রেন্ডন কিং'কে ফেরান মুশফিক। তাকে কট এন্ড বোল্ড করে বিদায় করেন এই পেসার। পরের ওভারেই আঘাত হানেন রিপন মন্ডল। অ্যালিক স্টিভেন আথানেজকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে সেঞ্চুরি বঞ্চিত করেন তিনি।


ফেরার আগে ৯৮ বলে ১২টি চার এবং তিনটি ছক্কায় ৮৫ রান করেন আথানেজ। এরপর অধিনায়ক জশুয়া দা সিলভার ব্যাটে এগিয়ে যেতে থাকে ক্যারিবিয়ানদের ইনিংস। ??াকে অবশ্য সঙ্গ দিতে ব্যর্থ হন ইয়ানিক ক্যারিয়াহ।


নাঈম হাসানের বলে ৪৮ বলে ১৪ রান করা এই ব্যাটারকে স্টাম্পিং করেন জাকের আলী অনিক। ৩১৭ রানে ছয় উইকেট হারানো দলটিকে এরপর টেনে নিয়ে যান দা সিলভা এবং কেভিন সিনক্লেয়ার।


১১৬ বলে ৭৩ রানে অপরাজিত আছেন দা সিলভা। সিনক্লেয়ার করেছেন ৭০ বলে অপরাজিত ৪৭ রান। দুজনের অবিচ্ছিন্ন রানের জুটি একশ রানের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball