রিঙ্কুর প্রতি অগাধ বিশ্বাস ছিল রাসেলের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তবুও রাসেলকে দোষ দিতে নারাজ কলকাতার ম্যানেজমেন্ট
২২ এপ্রিল ২৫
গুজরাট টাইটান্সের পর পাঞ্জাব কিংসের বিপক্ষেও শেষ ওভারে গিয়ে কলকাতাকে ম্যাচ জিতিয়েছেন রিঙ্কু সিং। পাঞ্জাবের বিপক্ষে শেষ বলে চার মেরে দল জেতানোর পর তার ভূয়সী প্রশংসা করেছেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান এই হার্ড হিটারের মতে, রিঙ্কুর মতো ফিনিশার থাকার কারণেই স্বাচ্ছন্দ্যে ম্যাচ শেষ করতে পেরেছে কলকাতা।
১৮০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৫.২ ওভারে ১২৪ রান তুলতে গিয়ে চার উইকেট হারায় কলকাতা। তারপরই দলটির হাল ধরেন রাসেল এবং রিঙ্কু। ২৩ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় ৪২ রানের অসাধারণ ইনিংস আসে রাসেলের ব্যাটে।

শেষ ওভারে দুই বলে যখন দুই রান লাগত, তখন রানআউট হন রাসেল। পরে শেষ বলে চার মেরে কলকাতার প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখেন রিঙ্কু সিং। শেষ দুই বলে দুই রান লাগলেও সিঙ্গেলস নেয়ার চেষ্টা করা প্রসঙ্গে ম্যাচ শেষে কথা বলেন রাসেল।
তিনি বলেন, 'আমাদের রিঙ্কুর মতো একজন ফিনিশার আছে। আমি তাকে নিয়ে খুব গর্বিত। আপনার দলে যখন রিঙ্কুর মতো একজন ফিনিশার থাকে তখন সিঙ্গেল নেবেন নাকি নেবেন না সেটা নিয়ে ভাববেন না। শেষ বলের আগে সে আমাকে জিগ্যেস করে, 'রাস, তুমি যদি এই বলে না মারতে পারো আমি কি সিঙ্গেল নিব?' আমি বলেছি, 'হ্যাঁ অবশ্যই।' কেননা আমার তার ওপর অনেক আত্মবিশ্বাস ছিল।'
'বল কিছুটা গ্রিপ করছিল। আমাদের শুধু সেখানে টিকে থাকতে হতো। ভালো হয়েছে যে তারা ইয়র্কার মিস করেছে। লাইন কিস করে ফেলেছে। তাই দুই ওভারে যখন ৩০ রান লাগত, এটা সম্ভবই ছিল। তাদের ডেথ বোলিং ভালো হলেও, আমাদের আশা ছিল।'
ম্যাচটিতে ৩৮ বলে ৫১ রান করেন নীতিশ। শেষদিকে ১০ বলে ২১ রানের ক্যামিও খেলেন রিঙ্কু। এর আগে শিখর ধাওয়ানের ৪৭ বলে ৫৭ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭৯ রান তোলে পাঞ্জাব।