টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রাহুলের বদলি ইশান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়
২২ এপ্রিল ২৫
ইনজুরির কারণে ইতোমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেছেন লোকেশ রাহুল। শঙ্কা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার খেলা নিয়ে। এবার সেখান থেকেও ছিটকে গেলেন রাহুল। এরই মাঝে রাহুলের বিকল্প ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ইশান কিশানকে দলে নিয়েছে তারা। একইসাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াডে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে সূর্যকুমার যাদব, রুতুরাজ গায়কোয়াড় এবং মুকেশ কুমারকে।
আপাতত রাহুলের চোটের অবস্থা পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এরই মধ্যে আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টের ক্যাম্প ছেড়েছেন এই টপ অর্ডার ব্যাটার।

কদিনের মধ্যে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমীতে নিজের পুনর্বাসন শুরু করবেন রাহুল। অবশ্য তার চোটের অবস্থা এখনও বিস্তারিত জানা যায়নি। ধারণা করা হচ্ছে হ্যামস্ট্রিংয়ের চোট বা নিতম্বের চোটে পড়েছেন ভারতের এই ব্যাটার।
উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ বুমরাহ-মান্ধানা
২২ এপ্রিল ২৫
১০ মাস আগেই জার্মানিতে হার্নিয়ার অস্ত্রোপচার করিয়েছিলেন রাহুল। এই সবগুলো বিষয়ই গুরুত্ব সহকারে নিচ্ছে বিসিসিআই। বিসিসিআইয়ের একটি মেডিক্যাল টিম সর্বক্ষণ রাহুলের তদারকি করছে।
গত সপ্তাহে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বল তাড়া করতে গিয়ে চোট পান রাহুল। মার্কাস স্টইনিসের বলে ফাফ ডু প্লেসি কাভার ড্রাইভ করেছিলেন। সেই বলের পেছনে ছুটতে গিয়েই মাঠে পড়ে যান তিনি। এরপর ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়তে হয় রাহুলকে।
এরপর দলের হয়ে ওপেনিংয়ে নামতে পারেননি তিনি। নবম উইকেটের পতনের পর বাধ্য হয়েই মাঠে নামতে হয়েছিল তাকে। অবশ্য চোট নিয়ে দলের জন্য অবদান রাখতে পারেননি রাহুল। ৩ বল খেললেও রান নেয়ার সামর্থ্য ছিল না তার। এরপর অন্যপ্রান্তে গিয়ে দলের ১৮ রানের হার দেখেছিলেন তিনি।