‘পারফরম্যান্সের প্রভাব নেতৃত্বেও পড়ছে রোহিতের’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ বিপদে ফেললেও শাস্ত্রীর কাছে ভারত-পাকিস্তানই এগিয়ে
১৪ ফেব্রুয়ারি ২৫
এবারের আইপিএলে একেবারেই ফর্মে নেই রোহিত শর্মা। ব্যাট হাতে দলে একটুও অবদান রাখতে পারছেন না আইপিএলে ছয় হাজারের বেশি রান করে ফেলা এই ওপেনার। রবি শাস্ত্রীর মতে, রোহিতের এমন পারফরম্যান্সের প্রভাব পড়ছে মুম্বাই ইন্ডিয়ান্স দলে। পারফর্ম না করায় মাঠে ঠিকমতো নেতৃত্বও দিতে পারছেন না রোহিত, এমনটাই বিশ্বাস শাস্ত্রীর।
চলতি আসরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন মুম্বাইকে পাঁচবার শিরোপা জেতানো রোহিত। এখন পর্যন্ত খেলা ১০ ম্যাচে দুই অঙ্কে যেতে পেরেছেন তিনি পাঁচবার। হাফ সেঞ্চুরি করেছেন মাত্র একটি। সবমিলিয়ে ১৮.৪০ গড়ে ১৮৪ রান করেছেন এই ওপেনার।

পয়েন্ট টেবিলে মুম্বাইয়ের অবস্থাও ভালো নয়। দশ ম্যাচে পাঁচ জয় নিয়ে তালিকার ছয় নম্বরে আছে দলটি। শাস্ত্রীর মতে, রোহিতের এমন পারফরম্যান্স অব্যাহত থাকলে শেষ চারে যাওয়া আরও বেশি কঠিন হবে মুম্বাইয়ের জন্যে।
লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়
২২ এপ্রিল ২৫
তিনি বলেন, 'অধিনায়ক হিসেবে আপনি যদি রান পেতে থাকেন তাহলে নেতৃত্বের বিষয়টি আরও সহজ হয়ে যাবে। মাঠে আপনার শরীরী ভাষায় ব্যাপক বদল আসবে। কিন্তু রান না পেলে মাঠে শরীরী ভাষা হবে পুরোই ভিন্ন। আপনি যে-ই হন আপনাকে সাধারণের মতোই থাকতে হবে।'
'অধিনায়ক হিসেবে আপনার পারফরম্যান্স আরও বেশি গুরুত্বপূর্ণ। ব্যাপারটা এখন কঠিন হয়ে গেল (মুম্বাইয়ের কোয়ালিফাই করা)। এই দলটাই এই বছর বা আগামী দুই বছরের মধ্যে অসাধারণ একটি দল হয়ে উঠতে পারতো। সঠিক সমন্বয় গড়ে তোলাটাই অধিনায়কের কাজ।'
চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের শেষ ম্যাচে ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি রোহিত। আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষেও তিনি ফেরেন শূন্য রানে। চলতি আসরে এই দুইবার তাকে ফিরতে হয়েছে খালি হাতে।
সব মিলিয়ে ২৩৭ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে মোট ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন টুর্নামেন্টের সফলতম অধিনায়ক রোহিত। তার মতো আইপিএলে আর কেউই এতো বার শূন্য রানে আউট হয়নি।