'ধোনি অধিনায়ক হলে বেঙ্গালুরুর তিন শিরোপা থাকত'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১১ বলে ২৬, ম্যাচসেরা হয়ে অবাক ধোনি
১৫ এপ্রিল ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। এর নেপথ্যে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বেই আইপিএলের চারটি শিরোপা ঘরে তুলেছে চেন্নাই। অন্যদিকে আইপিএলের প্রথম আসর থেকে অংশ নিলেও এখনও কোনো শিরোপার দেখা পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এমন যদি হতো ধোনি বেঙ্গালুরুর হয়ে খেলতেন। তাহলে কেমন হতো। পাকিস্তানের সাবেক পেস তারকা ওয়াসিম আকরাম মনে করেন, ধোনি বেঙ্গালুরুতে খেলতে তাদের ঝুঁলিতে অন্তত তিনটি শিরোপা থাকত। বেঙ্গালুরু প্রতিবারই তারকা ঠাঁসা দল সাজালেও শিরোপা জিততে না পারা তাদের জন্য দুর্ভাগ্য মনে করেন আকরাম।

‘স্পোর্টসকিডা’র এক অনুষ্ঠানে তিনি বলেছেন, 'এমএস ধোনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের অধিনায়ক থাকলে দলটির তিনটি আইপিএল ট্রফি থাকত। সেখানে এখন পর্যন্ত দলটি একবারও জিততে পারেনি। তাদের অনেক সমর্থন আছে। এছাড়াও তাদের আধুনিক যুগের শীর্ষ খেলোয়াড় বিরাট (কোহলি) রয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা (শিরোপা) জিততে পারেনি। যদি ধোনি বেঙ্গালোরে থাকত, তাহলে সে শিরোপা জিততে সাহায্য করত।'
রোহিত-সূর্যকুমারের ঝড়ের সামনে চেন্নাইয়ের আরো একটি হার
২০ এপ্রিল ২৫
ধোনির দলে যে ক্রিকেটারই আসেন তারাই নিয়মিত পারফর্ম করেন। এর উৎকৃষ্ট উদাহরণ হতে পারেন আজিঙ্কা রাহানে। ফর্মে না থাকার কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন এই ব্যাটার। ধোনির নেতৃত্বে এবারের আইপিএলে তিনি নিজেকে নতুন করে চিনিয়েছেন। এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলেও জায়গা করে নিয়েছেন।
এর আগেও রবিন উথাপ্পা, আম্বাতি রাইডুর মতো ক্রিকেটার তুখোড় পারফরম্যান্স করেছেন চেন্নাইয়ের হয়ে। আকরাম মনে করেন এর পেছনে রয়েছে ধোনির শান্ত মেজাজ ও খেলোয়াড়দের সঠিক উপায়ে ব্যবহার করার দক্ষতা। এ কারণে অনেক ক্রিকেটারই ধোনির অধীনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে মনে করেন এই সাবেক পেসার।
তিনি বলেন, 'ধোনির অধিনায়কত্ব করার অভ্যাস আছে। অধিনায়কত্ব এক ধরনের অভ্যস্ততাও বটে। এখন বিরাটও (কোহলি) এর সঙ্গে অভ্যস্ত, কিন্তু ধোনির মধ্যে আগে থেকেই এই গুণ ছিল। সে (ধোনি) ভেতর থেকে শান্ত নয়, কিন্তু বাইরে থেকে দেখায় সে শান্ত।'
ধোনির অধিনায়কত্বের প্রশংসা করে আকরাম যোগ করেন, 'খেলোয়াড়রা যখন দেখে যে তাদের অধিনায়ক শান্ত, তাদের কাঁধে হাত রাখে, তখন খেলোয়াড়রা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ধোনি এমন একজন, যে তার খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে জানে।'