‘লাল বলের ধারেকাছেও যেও না’, পাথিরানাকে ধোনি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১১ বলে ২৬, ম্যাচসেরা হয়ে অবাক ধোনি
১৫ এপ্রিল ২৫
যেকোনো তরুণ ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেট খেলা। শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানারও হয়তো তাই। তবে শ্রীলঙ্কার হয়ে ক্যারিয়ার ঠিকমতো শুরু করার আগেই পাথিরানাকে মহেন্দ্র সিং ধোনি দিলেন ভিন্ন উপদেশ। ২০ বছর বয়সী এই পেসারকে লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকতে বলছেন ধোনি।
মাথিশা পাথিরানার অ্যাকশন, ইয়র্কার থেকে শুরু করে বোলিং স্টাইল পর্যন্ত মিল রয়েছে কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার সঙ্গে। আইপিএলের গত আসর থেকেই তিনি খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে।

যদিও বল হাতে নিজেকে প্রমাণ করেছেন এবারের আসরে। দারুণ সব ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারদের বিপদে শ্রীলঙ্কার এই তরুণ পেসার। এবারের আইপিএলে এরই মধ্যে সাত ম্যাচে দশ উইকেট নিয়ে নিয়েছেন পাথিরানা।
এর মধ্যে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। মাত্র ১৫ রান খরচায় তিন উইকেট তুলে নিয়েছেন এই পেসার। হয়েছেন ম্যাচ সেরাও। ম্যাচটিও চেন্নাই জিতে নেয় ছয় উইকেটে।
ম্যাচ শেষে পাথিরানাকে নিয়ে ধোনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি সে এমন কেউ নয় যার অনেক লাল বলের ক্রিকেট খেলা উচিত। তার লাল বলের ক্রিকেটের ধারেকাছেও যাওয়া উচিত নয়। এমনকি সাদা বলের ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচও তার যথাসম্ভব কম খেলা উচিত। বড় আইসিসি টুর্নামেন্ট খেলুক, কারণ সে এমন কেউ নয় যে খুব বেশি পরিবর্তিত হবে।’
‘তাকে ফিট থাকতে হবে, যেনো সে আইসিসি টুর্নামেন্টগুলোতে খেলতে পারে। সে শ্রীলঙ্কার জন্য এক দুর্দান্ত সম্পদ হবে। ভুলে গেলে চলবে না তার বয়স কম। শেষবার যখন সে এসেছিল তখন পেশীতে তেমন জোর ছিল না। সে শ্রীলঙ্কার ক্রিকেটকে অনেক সার্ভিস দেবে, তবে সে কতটা বোলিং করবে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’
এবারের আইপিএলে কেবল একটি ম্যাচেই উইকেটশূন্য ছিলেন পাথিরানা। রাজস্থান রয়্যালসের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচে কোনো উইকেট পাননি তিনি। এ ছাড়া প্রতি ম্যাচে কমপক্ষে একটি করে উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার হয়ে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা পাথিরানা।