ভারতে দেখা গেলেও বাংলাদেশে দেখা যাবে না তামিমদের খেলা!

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট
দ্বিতীয় টেস্টের দলে ২ পরিবর্তন, ডাক পেলেন বিজয়
১০ ঘন্টা আগে
দিন দুয়েক পর চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। সিরিজ শুরুর দুদিন বাকি থাকলেও বাংলাদেশে খেলা দেখা যাবে কিনা তা নিয়ে নিশ্চয়তা নেই। ক্রিকেট আয়ারল্যান্ডের বিজ্ঞপ্তির পর সেই শঙ্কা আরও বাড়ছে।
এক বিজ্ঞপ্তিতে আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের ব্রডকাস্টারদের তালিকা প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। যেখানে বাংলাদেশের দর্শকরা কিভাবে সাকিব আল হাসান-তামিম ইকবালদের খেলা দেখবেন সেটা প্রকাশ করেনি।
: Premier Sports confirmed as broadcaster of Ireland Men v Bangladesh Men ODI Series in Republic of Ireland.
Further announcements about global coverage will be made as soon as details are confirmed.
Read more: https://t.co/5BWx2Qu5xk#BackingGreen pic.twitter.com/8ZUUpFocAT

যদিও ভারতে দেখা যাবে বাংলাদেশের খেলা। ফ্যানকোডের মাধ্যমে সাকিবদের খেলা দেখতে পারবেন ভারতের দর্শকরা। এদিকে আয়ারল্যান্ডের সমর্থকরা খেলা দেখবেন প্রিমিয়ার স্পোর্টসের মাধ্যমে। এছাড়া নর্থ আমেরিকার দর্শকরা এই সিরিজ দেখতে পারবেন উইলো টিভিতে।
রিতুর ব্যাটে বাংলাদেশের রেকর্ড গড়া জয়
১৩ এপ্রিল ২৫
দুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহীও নিশ্চিত করেছেন বাংলাদেশ কোনো টিভি চ্যানেল খেলা দেখাবে কিনা সেটা চূড়ান্ত হয়নি। সিরিজ শুরুর আগে সেটা চূড়ান্ত হবে কিনা সেটারও নিশ্চয়তা নেই।
আগামী ৯ মে দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড, চেমসফোর্ডে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মে। সবগুলো ম্যাচই হবে চেমসফোর্ডে। এরপর বাংলাদেশের বিমান ধরবেন সাকিব-তামিমরা।
বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচের সূচি-
১ম ওয়ানডে- ৯ মে, চেমসফোর্ড
২য় ওয়ানডে- ১২ মে, চেমসফোর্ড
৩য় ওয়ানডে- ১৪ মে, চেমসফোর্ড