সিলভা-চন্দরপলদের নিয়ে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দ্বিতীয় টেস্টের দলে ২ পরিবর্তন, ডাক পেলেন বিজয়
১০ ঘন্টা আগে
বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে তিনটি আন–অফিশিয়াল টেস্ট খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। এই সফরের সূচি চূড়ান্ত হয়েছে আগেই। স্বাগতিক বাংলাদেশও দল ঘোষণা করেছে দুদিন আগে। বাকি ছিল শুধু সফরকারীদের দল ঘোষণা।
এবার সেটাও সেরে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সফরের জন্য তারা ১৫ সদ্যসের দল ঘোষণা করেছে তারা। দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলা বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। যে তালিকায় আছেন ত্যাগনারায়ণ চন্দরপল, রেমন রেইফার, অ্যান্ডারসন ফিলিপ ও গুড়াকেশ মোতি।
তাদের মধ্যে রেইফার, ফিলিপ ও মোতি তিনজনই গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে বাংলাদেশে খেলে গেছেন। সেই সফরের পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়েছে চন্দরপলের। ৬ টেস্ট খেলে একটি ডাবল সেঞ্চুরিসহ ৪৫.৩০ গড়ে রান তুলেছেন জুনিয়র চন্দরপল।

বাংলাদেশ সফরে ক্যারিবীয় 'এ' দলকে নেতৃত্ব দেবেন জশুয়া ডি সিলভা। দলে আছেন একাধিক তরুণ ক্রিকেটার। মূলত তাদের দেশের বাইরের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই এই সফরে পাঠানো হয়ে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স।
জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ
১৯ এপ্রিল ২৫
তিনি বলেছেন, ‘আমরা এমন একদল খেলোয়াড় বেছে নিয়েছি, যারা বাংলাদেশের মাটিতে খেলার মাধ্যমে উপকৃত হতে পারে। ক্যারিবিয়ানে ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের বিষয়টিও আমাদের মাথায় আছে।’
সবকিছু ঠিক থাকলে আগামী ১১ মে বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে তাদের প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে আগামী ১৬ মে। এরপর বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ৩০ মে থেকে। সবগুলো ম্যাচই আয়োজন হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল-
জশুয়া ডি সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়াহ, কিসি কারটি, তেজনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্রান্ডন কিং, জইর ম্যাকআলিস্টার, জাচারি ম্যাকসাসকি, কার্ক ম্যাকেঞ্জি, গুড়াকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।