অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ করল সাউথ আফ্রিকা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েবস্টার-ক্যারির হাফ সেঞ্চুরি, প্রথম দিনেই অল আউট অস্ট্রেলিয়া
৯ ঘন্টা আগে
বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে সাউথ আফ্রিকা। আগামী আগস্ট- সেপ্টেম্বরে ঘরের মাঠে অজিদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং পাঁচটি ওয়ানডে খেলবে দলটি। সিরিজটির সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
এই সিরিজের মাধ্যমে ঘরের মাঠে নিজেদের নতুন মৌসুম শুরু করবে প্রোটিয়ারা। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কিংসমেডে। ম্যাচ তিনটি হবে ৩০ আগস্ট, পহেলা সেপ্টেম্বর এবং ৩ সেপ্টেম্বর।

তারপর ৭ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজ শুরু হবে ব্লুমফন্টেইনে। ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ১২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে পচেফস্ট্রুমে।
দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ বাতিল চান ক্লাসেন
৩ জুলাই ২৫
এরপর ১৫ সেপ্টেম্বর সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়নে। আর সিরিজের শেষ ম্যাচটি হবে ১৭ সেপ্টেম্বর। ভেন্যু জোহানেসবার্গে।
২০২০ সালের পর এবারই প্রথম সাউথ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া। আগের সফরে সাউথ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল অজিরা। যদিও ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরে গিয়েছিল তারা।
সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের সূচি:
ম্যাচ | তারিখ | ভেন্যু |
১ম টি-টোয়েন্টি | ৩০ আগস্ট | কিংসমেড |
২য় টি-টোয়েন্টি | ১ সেপ্টেম্বর | কিংসমেড |
৩য় টি-টোয়েন্টি | ৩ সেপ্টেম্বর | কিংসমেড |
১ম ওয়ানডে | ৭ সেপ্টেম্বর | ব্লুমফন্টেইন |
২য় ওয়ানডে | ৯ সেপ্টেম্বর | ব্লুমফন্টেইন |
৩য় ওয়ানডে | ১২ সেপ্টেম্বর | পচেফস্ট্রুম |
৪র্থ ওয়ানডে | ১৫ সেপ্টেম্বর | সেঞ্চুরিয়ন |
৫ম ওয়ানডে | ১৭ সেপ্টেম্বর | জোহানেসবার্গ |