promotional_ad

আইপিএল শেষ রাহুলের, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়েও শঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১১ জনের মৃত্যুতে বেঙ্গালুরুর দোষ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি

২ জুলাই ২৫
শিরোপা উদযাপনে ব্যস্ত কোহলিরা, ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশে খেলা হচ্ছে না লোকেশ রাহুলের। এই বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ। তারা জানিয়েছে, এই চোটের কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তাকে নিয়ে শঙ্কা রয়েছে।


এরই মধ্যে রাহুলের নিজেদের তত্ত্বাবধানে নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তারাই রাহুলের চোটের অবস্থা পর্যবেক্ষণ করবে। এরই মধ্যে আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টের ক্যাম্প ছেড়েছেন এই টপ অর্ডার ব্যাটার।


promotional_ad

কদিনের মধ্যে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমীতে নিজের পুনর্বাসন শুরু করবেন রাহুল। অবশ্য তার চোটের অবস্থা এখনও বিস্তারিত জানা যায়নি। ধারণা করা হচ্ছে হ্যামস্ট্রিংয়ের চোট বা নিতম্বের চোটে পড়েছেন ভারতের এই ব্যাটার।


আরো পড়ুন

‘পান্তকে পান্তের মতো খেলতে দিন, ওকে দেখুন ও উপভোগ করুন’

২৪ জুন ২৫
ঋষভ পান্ত, ফাইল ফটো

১০ মাস আগেই জার্মানিতে হার্নিয়ার অস্ত্রোপচার করিয়েছিলেন রাহুল। এই সবগুলো বিষয়ই গুরুত্ব সহকারে নিচ্ছে বিসিসিআই। অধিনায়ক ছিটকে গেলেও তার বিকল্প হিসেবে এখনও কাউকে নেয়নি লক্ষ্ণৌ। সর্বশেষ ম্যাচে রাহুলের বদলি হিসেবে দলটিকে নেতৃত্ব দিতে দেখা গেছে ক্রুনাল পান্ডিয়াকে।


গত সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বল তাড়া করতে গিয়ে চোট পান রাহুল। মার্কাস স্টইনিসের বলে ফাফ ডু প্লেসি কাভার ড্রাইভ করেছিলেন। সেই বলের পেছনে ছুটতে গিয়েই মাঠে পড়ে যান তিনি। এরপর ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়তে হয় রাহুলকে।


এরপর দলের হয়ে ওপেনিংয়ে নামতে পারেননি তিনি। নবম উইকেটের পতনের পর বাধ্য হয়েই মাঠে নামতে হয়েছিল তাকে। অবশ্য চোট নিয়ে দলের জন্য অবদান রাখতে পারেননি রাহুল। ৩ বল খেললেও রান নেয়ার সামর্থ্য ছিল না তার। এরপর অন্যপ্রান্তে গিয়ে দলের ১৮ রানের হার দেখেছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball