promotional_ad

ভারতের ক্রিকেটাররাও বিপিএল-বিগ ব্যাশে খেলুক, চাওয়া শাস্ত্রীর

রবি শাস্ত্রী/সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশ বিপদে ফেললেও শাস্ত্রীর কাছে ভারত-পাকিস্তানই এগিয়ে

১৪ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই গ্রুপে ভারত ও পাকিস্তান, ফাইল ছবি

জস বাটলার-লিয়াম লিভিংস্টোনরা আইপিএল খেলছেন অনায়াসে। তবে আইপিএলের বাইরে বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলার নেই বিরাট কোহলি-রোহিত শর্মাদের। এমন নিয়মের পরিবর্তন চান রবি শাস্ত্রী। অন্তত জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি দিতে বলছেন তিনি।


এক যুগের উত্থানে বিশ্বজুড়ে জনপ্রিয়তা কেড়েছে ফ্র্যাঞ্চােইজি ক্রিকেট। দর্শকরা বুদ হয়ে পড়ায় কখনও কখনও ছাড়িয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটকেও। ফ্র্যাঞ্চাইজি লিগের মাঝে সবচেয়ে বেশি দাপট আইপিএলের। অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকা কামানোর সুযোগ। সব মিলিয়ে তারকা ক্রিকেটাররাও সায় দিচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগে।


promotional_ad

কদিন আগে ক্রিকইনফো জানিয়েছে, বেশ কয়েকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের বাৎসরিক চুক্তির প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবে রাজি হলেও ক্রিকেটারের সব মালিকানা থাকবে ফ্র্যাঞ্চাইজির হাতে। তখন চাইলেই দেশের হয়ে খেলতে পারবেন না ক্রিকেটাররা। সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে অনুমতি নিতে হবে তাদের। এমনটা হলে গুরুত্ব হারাবে আন্তর্জাতিক ক্রিকেট।


আরো পড়ুন

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ বুমরাহ-মান্ধানা

২২ এপ্রিল ২৫
ফাইল ছবি

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট গুরুত্ব হারালে বিপাকে পড়বেন ভারতে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। কারণ আইপিএলের বাইরে বিগ ব্যাশ, বিপিএল, সিপিএল, পিএসএল, এলপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও সেখানে খেলার অনুমতি নেই ভারতীয় ক্রিকেটারদের।


বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি না পেলে জাতীয় দলের বাইরে থাকা ৬০-৭০ জন ক্রিকেটার কি করবেন সেটা নিয়ে শঙ্কিত শাস্ত্রী। এদিকে কিছুদিন আগে বিদেশি লিগে খেলার জন্য ক্রিকেটারদের ছাড়ার আহ্বান জানিয়েছিলেন রবিন উথাপ্পা ও সুরেশ রায়না। তবে সেটা নিয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি।


ভারতের ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলুক, ক্রিকইনফোকে এমন চাওয়ার কথা জানান শাস্ত্রী। ভারতের সাবেক প্রধান কোচ বলেন, ‘ক্রিকেট যে সেইদিকেই (আন্তর্জাতিক ক্রিকেট গুরুত্ব হারাবে আর ফ্র্যাঞ্চাইজি লিগ দাপট দেখাবে) যাবে এটা অনিবার্য। আপনি আমাদের দেশের জনসংখ্যার দিকে তাকান। দেশে ১.৪ বিলিয়ন মানুষ অথচ মাত্র ১১ জন ভারতের হয়ে খেলে। বাকিরা কী করবে?’


‘বাকি ৬০-৭০ জন ক্রিকেটার আসলে কী করবে? তাদের যদি বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ থাকে তাহলে তারা সেটা লুফে নেবে। এটা সাধারণ একটা বিষয়। বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি না থাকলে কেউ তাদের বঞ্চিত করতে পারবে না। তাহলে তাদের যাওয়া থেকে কে আটকাবে?’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball