promotional_ad

বিশ্বকাপের আগে এভাবেই খেলে যেতে চায় পাকিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে হেসন

২২ এপ্রিল ২৫
ইসলামাবাদের অনুশীলন জার্সিতে মাইক হেসন

নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। এর মধ্যে প্রথম দুই ম্যাচেই রান তাড়া করতে নেমে জয় পেয়েছে বাবর আজমের। দল। যদিও তৃতীয় ম্যাচে ২৮৭ রানের পুঁজি নিয়ে ২৬ রানের জয় পেয়েছে তারা।


সিরিজ জয়ের পর পাকিস্তান অধিনায়ক বাবর জানিয়েছেন বিশ্বকাপের আগ পর্যন্ত এভাবেই খেলে যেতে চায় তার দল। টি-টোয়েন্টিতেও এভাবে খেলেই সফল হয়েছে পাকিস্তান। একই সংকল্পে আসন্ন বিশ্বকাপেও সফল হতে চান পাকিস্তান অধিনায়ক। সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন তিনি।


promotional_ad

বাবরের ভাষ্য, 'ওয়ানডেতে আমরা ৩৫০ তাড়া করার চেষ্টা করি, আবার ৩০০ রানের পুঁজি নিয়ে জেতার চেষ্টা করি। এটাই আমরা দিনে দিনে করে আসছি। ফোকাস হচ্ছে নির্ভার না থেকে পরের খেলাগুলোও এভাবেই খেলব। আমরা টি-টোয়েন্টিতেও এভাবেই খেলেছি। আশা করছি শতভাগ দিয়ে সামনেও (বিশ্বকাপ লক্ষ্য করে) এগিয়ে যাব।'


আরো পড়ুন

‘১২ জন’ ব্যাটিং করেও হোয়াইটওয়াশ এড়াতে পারল না পাকিস্তান

৫ এপ্রিল ২৫
বল হাতে ৫ উইকেট নিয়ে আবারও নিউজিল্যান্ডকে জেতালেন বেন সিয়ার্স

কিউইদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দলীয় ৩৭ রানে ফখর জামানকে হারানোর পর আরেক ওপেনার ইমাম উল হককে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৮ রান যোগ করেন বাবর। আর এই জুটির কল্যাণেই বড় পুঁজি নিশ্চিত হয় পাকিস্তানের। বাবর ৫৪ রান করে ফিরলেও ইমাম আউট হন ৯০ রান করে।


এরপর মোহাম্মদ রিজওয়ান, আঘা সালমান ও শাদাব খানের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় রানের স্বস্তি পায় পাকিস্তান। এরপর বল হাতে শাহীন আফ্রিদি, শাদাব ও মোহাম্মদ ওয়াসিম ২ উইকেট করে নিলে ম্যাচ হাতের মুঠোয় চলে আসে পাকিস্তানের। ম্যাচ শেষে বোলার ও ব্যাটারদের কৃতিত্ব দিয়েছেন তিনি।


বাবরের ভাষ্য, 'উইকেট একটু মন্থর ছিল। কিন্তু আমি আর ইমাম জুটি গড়েছিলাম। যেভাবে রিজওয়ান খেলেছে এবং শাদাব শেষ করেছে। এটা আমাদের ২৮০ ছাড়িয়ে নিতে সাহায্য করেছে। বোলাররাও দারুণ ছিল। শাদাব আর নাওয়াজ ভালো শুরু করেছে, দুর্ভাগ্যজনক নাওয়াজ পরে জোট পেয়েছে। আগা ৯ ওভার বল করেছে, দারুণ খেলেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball