এপ্রিলের সেরা হওয়ার দৌড়ে ফখরের সঙ্গী চ্যাপম্যান-জয়াসুরিয়া

ছবি: আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ফখরের, বদলি ইমাম উল হক
২০ ফেব্রুয়ারি ২৫
ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ সময় পার করছেন ফখর জামান। টানা দুই সেঞ্চুরিতে আইসিসির ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার। এমন পারফরম্যান্সের পর আইসিসির এপ্রিল মাসের সেরা হওয়ার মনোনয়ন পেয়েছেন ফখর। যেখানে তার সঙ্গী শ্রীলঙ্কার প্রবাথ জয়াসুরিয়া ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৮৯ রান তাড়ায় ১১৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন ফখর। যার ফলে রাওয়ালপিন্ডিতে ৯ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় পায় পাকিস্তান। পরের ম্যাচে আরও দুর্দান্ত ছিলেন তিনি। ৩৩৭ রান তাড়ায় ১৮০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বাঁহাতি এই ওপেনার।

৭ উইকেটের জয়ের দিনে ওয়ানডেতে পাকিস্তানের হয়ে দ্রুততম ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ফখর। যেখানে পেছনে ফেলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। ওয়ানডেতে দুই সেঞ্চুরির পাশাপাশি টি-টোয়েন্টিতে ৪৭ রানের ইনিংস খেলেছেন।
শেষ ওয়ানডেতেও ফেরা হচ্ছে না চ্যাপম্যানের
৪ এপ্রিল ২৫
এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে দারুণ বোলিং করেছেন জয়াসুরিয়া। আইরিশদের বিপক্ষে ২ টেস্টের ৪ ইনিংসে ১৭ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। যেখানে প্রথম টেস্টে ১০ আর দ্বিতীয় টেস্টে নিয়েছেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে স্টার্লিংকে ফিরিয়ে টেস্টে ইনিংস হিসেবে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে দ্রুততম ও বিশ্ব ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া।
বাঁহাতি স্পিনার ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মাত্র ৭ টেস্টে। তার চেয়ে কম টেস্টে এমন কীর্তি আছে কেবল চার্লি টার্নারের। ফখর ও জয়াসুরিয়ার সঙ্গে এপ্রিল মাসের সেরা হওয়ার দৌড়ে রয়েছেন চ্যাপম্যান। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি।
বাবরের দলের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ৪২ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন চ্যাপম্যান। পরের ম্যাচে নিউজিল্যান্ডের এই ব্যাটার করেছিলেন ৫৭ বলে ১০৪ রান। পাঁচ ম্যাচের সিরিজে সব মিলিয়ে চ্যাপম্যানের ব্যাট থেকে এসেছিল ২৯০ রান। এমন পারফরম্যান্সে মাস সেরার দৌড়ে রয়েছেন তিনি।