promotional_ad

এমন কিছুই করতে চেয়েছিলেন ডেভিড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডেভিডের ঝড় ম্লান করে পাঞ্জাবকে জেতালেন ওয়াদহেরা

১৯ এপ্রিল ২৫
পাঞ্জাবের জয়ের পথে নেহাল ওয়াদহেরা, আইপিএল

রাজস্থান রয়্যালসের বিপক্ষে টানা তিন ছক্কায় ম্যাচ জিতিয়ে যেন হাওয়ার ভাসছেন টিম ডেভিড। জেসন হোল্ডারের করা শেষ ওভারে ১৭ রানের প্রয়োজন ছিল, তিন বল বাকি থাকতেই সেটা টপকে মুম্বাই ইন্ডিয়ান্সকে জয় এনে দেন এই অস্ট্রেলিয়ান ফিনিশার। ম্যাচ শেষে ডেভিড জানিয়েছেন, লম্বা সময় ধরে এমন কিছুই করতে চেয়েছিলেন তিনি।


২১৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে ৮ ওভারে ১০৯ রান লাগত মুম্বাইয়ের। সেখান থেকে সূর্যকুমার যাদবের ২৯ বলে ৫৫ রানের ইনিংসে ম্যাচে টিকে থাকে মুম্বাই। কিন্তু সূর্যকুমার ফেরার পর আবারও চাপে পড়ে দলটি।


promotional_ad

তখনও লাগত ৪.২ ওভারে ৬১ রান। পরে তিলক ভার্মা এবং ডেভিডের মুন্সিয়ানায় ম্যাচ বের করে নেয় মুম্বাই। তিলক ২১ বলে ২৯ এবং ডেভিড ১৪ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষ ওভারে যখন ১৭ লাগত তখন বোলিংয়ে আসেন হোল্ডার।


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের প্রতি আস্থা ছিল দলের। যদিও রাউন্ড দা উইকেট বোলিংয়ে হোল্ডার টানা তিন বলে করে বসেন ফুল টস। আর এর সর্বোচ্চ সুযোগটিই নিয়ে নেন ডেভিড।


ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি অনেক দিন ধরেই এমন একটা ইনিংস খেলার অপেক্ষায় ছিলাম। শেষ ওভারে আমি একটু সামনে এগিয়ে গিয়ে খেলতে চেয়েছি। চেয়েছি বলের অ্যাঙ্গেল কমিয়ে আনতে আর শট খেলতে। শেষের দিকে ব্যাটিং করার মজাই আলাদা। এমন জয়ের অনুভূতিটা সত্যিই অনন্য।’


‘আমাদের দল জয়ের চেষ্টা করছিল। দর্শকেরা আমাদের জন্য উন্মাতাল হয়ে গিয়েছিল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই অনুভূতিটা সত্যিই দারুণ।


চলতি আইপিএলে এই ম্যাচের আগেও কিছুটা ঝলক দেখান ডেভিড। ২২ বলে ৩১, ১৩ বলে অপরাজিত ২৪ এবং ১৩ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে অসাধারণ নৈপুণ্যে দলকে জেতালেন রবিবারের ম্যাচেই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball