কাঁধের চোটে ছিটকে গেলেন হারিস, বদলি ইফতিখার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইফতিখারের চোখে রিশাদ ‘অসাধারণ’ লেগ স্পিনার
২১ এপ্রিল ২৫
অনুশীলনে পাওয়া চোট নিয়ে এবার সিরিজ থেকেই ছিটকে গেলেন হারিস সোহেল। নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি তিনটি ওয়ানডে ম্যাচে আর খেলা হচ্ছে না তার। হারিসের পরিবর্তে পাকিস্তানের ওয়ানডে দলে এসেছেন ইফতিখার আহমেদ।
ওয়ানডে সিরিজের বাকি তিনটি ম্যাচে হারিসকে না পাওয়ার কথা বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথম ওয়ানডে ম্যাচের আগের দিন ফিল্ডিংয়ে ড্রিল করার সময় বাম কাঁধে বাজেভাবে চোট পান হারিস।

এ কারণে সেই ম্যাচে খেলতে পারেননি তিনি। মিডল অর্ডার এই ব্যাটার খেলতে পারেননি পরের ম্যাচেও। এবার আনুষ্ঠানিকভাবেই পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি।
তার পরিবর্তে দলে ডাক পাওয়া ইফতিখার ক্যারিয়ারের ১০ ওয়ানডের শেষটি খেলেছিলেন গত বছরের এপ্রিলে। অর্থাৎ টি-টোয়েন্টিতে পাকিস্তানের ভরসার প্রতীক হলেও এই সংস্করণে এক বছর পর ফিরছেন ৩২ বছর বয়সী এই ব্যাটার।
এদিকে কিউইদের বিপক্ষে গত জানুয়ারির সিরিজ দিয়ে তিন বছর পর পাকিস্তানের ওয়ানডে দলে ফেরেন হারিস। ভারত বিশ্বকাপে নিজের জায়গা টিকিয়ে রাখতে এই সিরিজে ম্যাচ খেলাটা গুরুত্বপূর্ণ ছিল তার জন্যে।
অবশ্য আরেকটি সুযোগ থাকতে পারে হারিসের সামনে। বিশ্বকাপের আগে আগামী আগস্টে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। তারপর এশিয়া কাপেও খেলবে পাকিস্তান। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ দলের সঙ্গে থাকা হারিস এই সিরিজে ভালো করেই বিশ্বকাপ যাত্রায় অংশ নিতে পারেন!