স্টইনিসের চোট, লক্ষ্ণৌয়ের কপালে চিন্তার ভাঁজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়
২২ এপ্রিল ২৫
গুজরাট টাইটান্সের বিপক্ষে হারের পর পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর বিকল্প ছিল না লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সামনে। এই ম্যাচে আগে ব্যাট করে তারা ২৫৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল। সেই লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি পাঞ্জাব।
শেষ পর্যন্ত ৫৬ রানের জয় নিয়ে মাঠ ছেড়ে লক্ষ্ণৌ। আর তাতেই সেরা চারে জায়গা ধরে রেখেছে লোকেশ রাহুলের দল। যদিও এই ম্যাচে আঙুলে চোট পেয়েছেন লক্ষ্ণৌর অলরাউন্ডার মার্কাস স্টইনিস। পরের ম্যাচে এই অজি ক্রিকেটার খেলতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে। এরই মধ্যে তার আঙুলের স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই বিস্তারিত জানা যাবে।

স্টইনিস এই হাই স্কোরিং ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। ব্যাট হাতে ৪০ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। এরপর প্রথম ওভারে বোলিং করতে এসেছে পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ানকে ফিরিয়েছিলেন তিনি। যদিও দ্বিতীয় ওভারে এসেই আঙুলের চোটে পড়তে হয়েছে তাকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না কামিন্স-হ্যাজেলউডেরও
৬ ফেব্রুয়ারি ২৫
তার বল মোকাবেলা করছিলেন পাঞ্জাবের ব্যাটার আথার্ভা তাইডে। ফলো থ্রুতে ক্যাচ নিতে চেয়েছিলেন স্টইনিস। তবে ঠিকভাবে তা নিতে পারেননি। উল্টো চোট পান বাঁ হাতের তর্জনীতে। সঙ্গে সঙ্গে ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে।
এরপর স্টইনিসের ওভারের বাকি এক বল করেন আয়ুস বাদনি। এরপর আর মাঠে ফেরা হয়নি স্টইনিসের। ম্যাচ শেষে নিজের চোট নিয়ে স্টইনিস বলেন, ‘আপাতত ঠিক আছে। খুব গুরুতর চোট নয় বলেই মনে হচ্ছে। আমরা দ্রুতই এটির স্ক্যান করাবো।’
এরপর নিজের ব্যাটিং নিয়ে স্টইনিস বলেন, 'না আমি চিন্তা করছিলাম না (২৫০ রান নিয়ে)। আমার মনে হয় না আয়ুসও এটা মাথায় রেখেছিল। আমরা শুধু একটি জুটি গড়তে চেয়েছিলাম। সে দারুণ শুরু পেয়েছিল এবং ভালো কিছু শট খেলেছে। সে খুবই প্রতিভাবান ক্রিকেটার। আমরা শুধু জুটি বড় করতে চেয়েছিলাম এবং এটাতেই আমাদের মনোযোগ ছিল।'