promotional_ad

রোহিতের অনুপস্থিতিতে কোহলিকে ভারতের অধিনায়ক হিসেবে চান শাস্ত্রী

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত

২১ এপ্রিল ২৫
ফাইল ছবি

রোহিত শর্মার অনুপস্থিতিতে কখনও লোকেশ রাহুল, কখনও জসপ্রিত বুমরাহকে ভারতের নেতৃত্ব দিতে দেখা গেছে। তবে ভারতের নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে বিরাট কোহলিকে নেতৃত্বে চান রবি শাস্ত্রী। সময়ের অন্যতম সেরা এই ব্যাটারকেই উপযুক্ত মনে করছেন তিনি।


২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ২০ ওভারের ক্রিকেটের নেতৃত্ব ছেড়েছিলেন কোহলি। আর সাউথ আফ্রিকা সফরের আগে তাকে সরিয়ে দেয়া হয়েছিল ওয়ানডের অধিনায়কত্ব থেকে। পরবর্তীতে স্বেচ্ছায় ছেড়েছিলেন টেস্টের দায়িত্ব। দ্বিপাক্ষিক সিরিজ দুর্দান্ত দাপট দেখানোর পর ভারতকে শিরোপা জেতাতে পারছিলেন না কোহলি।


promotional_ad

যার ফলে একপ্রকার ‘ব্যর্থ’ অধিনায়ক হিসেবেই সরে দাঁড়াতে হয় তাকে। এরপর তিন সংস্করণের দায়িত্ব দেয়া হয় রোহিতকে। নেতৃত্ব নেয়ার পর বেশ কিছু ম্যাচ খেলা হয়নি তার। সেসময় টেস্টে ভারতকে সামলেছেন রাহুল, বুমরাহর আর রঙিন পোশাকে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। এখানে অবশ্য রোহিতের অনুপস্থিতিতে কোহলিকে চাওয়া শাস্ত্রীর।


আরো পড়ুন

ওয়াংখেড়েতে নিজের নামে স্ট্যান্ড দেখে আপ্লূত রোহিত

১৯ এপ্রিল ২৫
ওয়াংখেড়েতে রোহিত শর্মার নামে স্ট্যান্ড

এমন চাওয়ার ব্যাখ্যাও দিয়েছেন ভারতের সাবেক প্রধান কোচ। ২০২১ সালে ইংল্যান্ড সফরে গিয়ে প্রথম চার টেস্ট শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া শেষ ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি রোহিত। সেদিন ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। সফরকারীরা ম্যাচ হেরেছিল ৭ উইকেটে।


সেই ম্যাচে কোহলিকে অধিনায়ক দেয়া উচিত ছিল জানিয়ে শাস্ত্রী বলেন, ‘“রোহিত যখন চোটে পড়ল, ভেবেছিলাম বিরাটকে অধিনায়ক করা হবে। আমি যদি এখনও দায়িত্বে থাকতাম…আমি তার (ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়) সঙ্গে কথা বলিনি…আমি বোর্ডের কাছে সুপারিশ করতাম, যেন নেতৃত্বে বিরাটকে আনা হয়, সেটাই উপযুক্ত হতো। কারণ সে ওই দলের অধিনায়ক ছিল যারা সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল এবং সম্ভবত সেই দলের সেরাটা বের করে আনতে পারত।’


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হওয়ার পর ৭ জুন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ফিট রোহিতকে চান শাস্ত্রী। তবে কোনো কারণে রোহিত না থাকতে পারলে কোহলিকে অধিনায়ক হিসেবে চান জনপ্রিয় এই ধারাভাষ্যকার।


শাস্ত্রী বলেন, ‘এই ধরনের (টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল) মেজর ম্যাচের জন্য আমি রোহিতকে ফিট দেখতে চাই, সে দলের অধিনায়ক। তবে সৃষ্টিকর্তা না করুক, যদি অপ্রত্যাশিত কিছু ঘটে, তখন অবশ্যই আমি ওই পথেই (কোহলিকে অধিনায়ক করা) এগোব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball