promotional_ad

২৫৮ রান তাড়ায় লড়াই করতে পারল না পাঞ্জাব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১২৬ রান তাড়ায় ৫৭ বল হাতে রেখেই জিতল বরিশাল

৭ জানুয়ারি ২৫
১১৬ রানের জুটিতে ফরচুন বরিশালের জয় নিশ্চিত করেছেন কাইল মেয়ার্স (বামে), ও তাওহীদ হৃদয় (ডানে), ক্রিকফ্রেঞ্জি

মোহালিতে কাইল মেয়ার্সের চার-ছক্কার বৃষ্টিতে শুরু, এরপর একে একে পাঞ্জাব কিংসের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন মার্কাস স্টইনিস, আয়ুস বাদোনি আর নিকোলাস পুরান। এদিন আর্শদীপ সিং আর কাগিসো রাবাদাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। দুই হাফ সেঞ্চুরি আর দুই চল্লিশ পেরোনো ইনিংসে ২০ ওভারে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের রান ২৫৭।


এমন বড় লক্ষ্য তাড়ায় শিখর ধাওয়ানকে হারিয়ে শুরুতেই পাঞ্জাবের ধাক্কা। সেখানে থেকে আর উঠে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। অথর্ব টাইডের হাফ সেঞ্চুরি আর সিকান্দার রাজা-জিতেশ শর্মাদের ছোট ছোট ইনিংস কেবল হারের ব্যবধান কমিয়েছে। পুরো ম্যাচেই পাঞ্জাব ছিল একেবারে নিষ্প্রভ। ম্যাচের কোনো অংশেই দাপট দেখাতে না পারা পাঞ্জাব ব্যাটিংয়ে লড়াইটাও করতে পারেনি। তাতে ঘরের মাঠে লক্ষ্ণৌর কাছে ৫৬ রানে হারতে হয় ধাওয়ানের দলকে।


promotional_ad

জয়ের জন্য ২৫৮ রান তাড়ায় ইনিংসের প্রথম ওভারেই ধাওয়ানকে হারায় পাঞ্জাব। স্টইনিসের অফ স্টাম্পের অনেকটা বাইরের বাজে এক ডেলিভারিতে ডিপ পয়েন্টে থাকা ক্রুনাল পান্ডিয়াকে ক্যাচ দেন পাঞ্জাবের অধিনায়ক। চোট কাটিয়ে কয়েক ম্যাচ পর ফেরা ধাওয়ান এদিন আউট হয়েছেন মাত্র ১ রানে। আরেক ওপেনার প্রাবসিমরান সিংও সুবিধা করতে পারেননি।


শুরু থেকেই খানিকটা ধুঁকছিলেন তিনি। শেষ পর্যন্ত নাভিন উল হকের লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ড্যানিয়েল স্যামসকে ক্যাচ দেন ৯ রান করা প্রাবসিমরান। চারে নেমে রাজা রান করলেও সেটা ছিল ধীরগতির। ২৫৮ রান তাড়ায় যা বড্ড বেমানান। অপরপ্রান্তে একাই পাঞ্জাবকে টানতে থাকেন আথার্ব।


দারুণ ব্যাটিংয়ে ২৫ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন তরুণ এই ব্যাটার। আথার্ব ও রাজার জুটি ভাঙেন ইয়াশ ঠাকুর। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের শর্ট ডেলিভারিতে পান্ডিয়াকে ক্যাচ দিয়ে ফেরেন ২২ বলে ৩৬ রান করা রাজা। লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান আর জিতেশ দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করলেও সেটা কাজে আসেনি। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে ২০১ রানে অল আউট হয় পাঞ্জাব।


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৭ রান তোলে লক্ষ্ণৌ। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৭২ বলের ইনিংস খেলেছেন স্টইনিস। এ ছাড়া মেয়ার্স ৫৪, পুরান ৪৫ ও বাদোনির ব্যাট থেকে এসেছে ৪৩ রানের ইনিংস। পাঞ্জাবের হয়ে দুটি উইকেট নিয়েছেন রাবাদা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball