promotional_ad

'নারিন-রাসেলদের ছাড়া কলকাতা অসম্পূর্ণ'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তবুও রাসেলকে দোষ দিতে নারাজ কলকাতার ম্যানেজমেন্ট

২২ এপ্রিল ২৫
গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৫ বলে ২১ রান করেন আন্দ্রে রাসেল, ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই পারফরম্যান্স তলানিতে দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের। তাদের এমন ফর্মের কারণে একাদশ সাজাতেই বিপাকে পড়ছে কলকাতা নাইট রাইডার্স। অভিজ্ঞ এই দুই ক্রিকেটারকে তারা বাদও দিতে পারছে না।


ধারাবাহিক ব্যর্থতার পরেও এই দুই ক্রিকেটারের ওপর থেকে আস্থা হারাচ্ছেন না কলকাতার প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তিনি আশাবাদী দ্রুতই তারা নিজেদের সেরা ফর্মে ফিরবেন। এই দুজনকে ছাড়া কলকাতা দল অসম্পূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে কলকাতার প্রধান কোচ বলেন, 'এখনই সুনীল নারিন ও আন্দ্রে রাসেলের ফর্ম নিয়ে বেশি কিছু ভাবছি না আমি। ওরা এই দলের হয়ে দীর্ঘদিন ধরে খেলছে। ফলে অভিজ্ঞতা অনেক। এই মুহূর্ত সময়টা খারাপ যাচ্ছে। তবে আমার আশা খুব তাড়াতাড়ি ওরা আগের মতো ফর্মে ফিরবে। কারণ এই দুই ক্রিকেটার ছাড়া কলকাতা নাইট রাইডার্স দল অসম্পূর্ণ। এখনই আমি হাল ছেড়ে দিচ্ছি না।'


আরো পড়ুন

নারিন-নরকিয়ার পর ব্যাট বদলে বাধ্য হলেন পরাগ

১৭ এপ্রিল ২৫
পরাগের ব্যাট পরিমাপ করছেন আম্পায়ার, আইপিএল

এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে রাসেলের ব্যাট থেকে এসেছে মাত্র ১০৮ রান। এর মধ্যে তার সেরা ইনিংসটি ছিল ৩৮ রানের। এর পাশাপাশি রাসেল বল হাতে নিয়েছেন ৫ উইকেট। ব্যাটে-বলে নারিনের পারফরম্যান্স আরও বাজে। কলকাতার এই অলরাউন্ডার ৮ ম্যাচে ৭ ইনিংসে ব্যাট করে মোটে করেছেন ১১ রান।


এর মধ্যে একবার ওপেনিংয়েও প্রমোশন দেয়া হয়েছিল নারিনকে। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি। সেই ম্যাচে তিনি ফেরেন শূন্য রানে। বল হাতে মাত্র ৬ উইকেট শিকার করতে পেরেছেন ক্যারিবিয়ান এই স্পিনার। পারফরম্যান্সের কারণে অনেক ক্রিকেটারকেই সমালোচনায় পড়তে হচ্ছে।


তাই দলের ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। পণ্ডিত বলেন, 'সোশ্যাল মিডিয়ায় অনেক খবর পাওয়া যায়, যা একজন মানুষকে দুর্বল করে তোলে। তাই আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball