promotional_ad

আইপিএলকে টেক্কা দিতে পারিশ্রমিক বাড়াচ্ছে বিগ ব্যাশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়

২২ এপ্রিল ২৫
বল হাতে ৪ উইকেট নিয়েছেন মুকেশ কুমার, বিসিসিআই

দর্শদের কাছে জনপ্রিয় করে তুলতে প্রায়ই নিত্যনতুন সব প্রযুক্তি যোগ করেছে বিগ ব্যাশ। এবার ক্রিকেটারদের কাছেও বাড়তি গুরুত্ব পেতে পারিশ্রমিক বাড়ানোর ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টাকার অঙ্কে এবার আইপিএলকেও টেক্কা দিতে পারে অস্ট্রেলিয়ার জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ।


এখন থেকে ড্রাফটে থাকা সর্বোচ্চ ক্যাটাগরির বিদেশি ক্রিকেটাররা পাবেন ২ লাখ ৮০ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি টাকা। আগের তুলনায় এই ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ছে প্রায় ২৩.৫ শতাংশ। বিগ ব্যাশে প্রতিটি দল অন্তত ছয়জন করে বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারে।


promotional_ad

প্রত্যেক বিদেশি ক্রিকেটারই পাবেন ২ লাখ ডলার করে যা বাংলাদেশি টাকায় ২ কোটি টাকার কিছু বেশি। এখন থেকে সব মিলিয়ে দল গড়তে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার খরচা করতে পারবে। বাংলাদেশি টাকয় যা ২১ কোটি।


আরো পড়ুন

হোবার্ট হারিকেন্সের হয়েই জিএসএলে খেলতে চান রিশাদ

১৮ এপ্রিল ২৫
হোবার্ট হ্যারিকেন্সের জার্সিতে রিশাদ হোসেন

আগে যা ছিল ১.৯ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশি টাকায় ছিল প্রায় সাড়ে ১৩ কোটি। ফলে এখন থেকে দল গোছাতে আরও হাত খুলে খরচা করার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এ প্রসঙ্গে বিগ ব্যাশের মহাব্যবস্থাপক অ্যালিস্টার ডবসন জানিয়েছেন তারকা ক্রিকেটারদের আকৃষ্ট করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।


তিনি বলেছেন, 'আন্তর্জাতিক শীর্ষ খেলোয়াড়রা বিগ ব্যাশ লিগে আগের চেয়ে বেশি উপার্জন করতে পারবেন। ফলে ক্লাবগুলো এখন থেকে তারকা খেলোয়াড়দেরই বেছে নেবে। আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক জায়গায় টিকে থাকতে চুক্তির নিয়ম ও বেতনের পদ্ধতি বদলে দেওয়া হয়েছে।'


বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ধরা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। ভারতের এই লিগে থাকে অর্থের ঝনঝনানিও। বিশ্বের সব নামিদামি ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নিতে মুখিয়ে থাকেন। প্রতিযোগিতায় টিকে থাকতে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিল বিগ ব্যাশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball