‘বোল্ট-চাহারের মতোই অর্জুন তবে ডেথ বোলার নয়’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হার্শা-ডুলকে ইডেনে নিষিদ্ধ করতে বিসিসিআইকে বেঙ্গল ক্রিকেটের চিঠি
২২ এপ্রিল ২৫
গতি, সুইংয়ে নতুন বলে ব্যাটারদের খাবি খাওয়াতে বেশ পটু ট্রেন্ট বোল্ট ও দীপক চাহার। তাদের দুজনের মতো নতুন বলে উইকেট থেকে সুবিধা নিতে পারেন অর্জুন টেন্ডুলকারও। এমনটা দাবি করেছেন সাইমন ডুল। তবে অর্জুনকে ডেথ বোলার হিসেবে বিবেচনা করছেন না জনপ্রিয় এই ধারাভাষ্যকার।
কিছুদিন আগে ভারতের রঞ্জি ট্রফিতে নিজের অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে আলোচনার জন্ম দিয়েছিলেন অর্জুন। যদিও পরের কয়েক ম্যাচে কোনো হাফ সেঞ্চুরির দেখা পাননি তিনি। এদিকে কয়েক বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে থাকলেও অভিষেক হচ্ছিলো ন?? তার।

অবশেষে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাইয়ের জার্সি গায়ে জড়ান বাঁহাতি এই পেসার। সেই ম্যাচে দুই ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন অর্জুন। পরের ম্যাচেই অবশ্য আইপিএলের নিজের প্রথম উইকেটের দেখান তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সেই ম্যাচে ২.৫ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছিলেন ভুবনেশ্বর কুমারের উইকেট।
প্রথম দুই ম্যাচে ভালো করা অর্জুনকে মুদ্রার উল্টো পিঠ দেখতে হয় পাঞ্জাব কিংসের বিপক্ষে। সেদিন মাত্র ৩ ওভারে ৪৮ রান খরচা করে প্রভশিমরান সিংয়ের উইকেট নিয়েছিলেন। যেখানে স্যাম কারান ও হারপ্রীত সিংয়ের বিপক্ষে ১৬তম ওভারে ৩১ রান দিয়েছিলেন বাঁহাতি এই পেসার।
পরের ম্যাচে গুজরাট টাইটান্সের সঙ্গে ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে এক উইকেট পেয়েছিলেন অর্জুন। পাওয়ার প্লেতে ভালো করলেও ডেথ ওভারে নিজেকে মেলে ধরা হচ্ছে না তার। যার ফলে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। অর্জুনের পাশে দাঁড়িয়েছেন ডুল। তিনি মনে করেন, অর্জুন শেষের ৪-৫ ওভারে বোলিং করার মতো না।
ক্রিকবাজের সঙ্গে আলাপকালে ডুল বলেন, ‘একটা ম্যাচে খারাপ করার পর একজন তরুণকে আপনি কেবল ছুঁড়েই ফেলতেই পারেন। কারণ সে ভালো কাজ করেছে। আমার মনে হয় না সব সততার সঙ্গে এবং রোহিত জানে সে (অর্জুন) এখনও ডেথ বোলার হয়ে উঠতে পারেননি। সে এমন কেউ নয় যাকে আপনি শেষ ৪-৫ ওভারে বোলিং করাবেন। কিন্তু আপনি তাকে সুযোগ দিয়েছিলেন এবং চড়া মূল্য দিতে হয়েছে।’
বোল্ট ও চাহারের সঙ্গে তুলনা করে ডুল আরও বলেন, ‘আমার মনে হয় সে অনেকটা ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারের মতো যে শুরুর দিকে দুই কিংবা তিন ওভারে সুইং দিতে পারবে। কিন্তু আপনি এটা পরে ভুলে যাবেন। ইনিংসের শেষ দিকে বোলিং করার মতো সে এখনও অভিজ্ঞ নয়।’