promotional_ad

রান-আপে পরিবর্তন এনেই সফল আর্শদিপ

সংগৃহীত
promotional_ad
|| ডেস্ক রিপোর্ট ||
 
সময়টা ভালোই যাচ্ছে আর্শদিপ সিংয়ের। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে বেশ সফল পাঞ্জাব কিংসের হয়ে খেলা এই পেসার। মুম্বাই ইন্ডিয়ান্সকে শনিবার রাতে হারানোর ম্যাচেও উজ্জ্বল ছিলেন তিনি। ম্যাচ শেষে উন্মোচন করেছেন নিজের সফলতার রহস্য।
 
ওয়াংখেডেতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ২১৪ রান তোলে পাঞ্জাব। জবাবে ছয় উইকেটে ২০১ রান করে থেমে যায় মুম্বাইয়ের ইনিংস। ২৯ রান খরচায় চার উইকেট নেন আর্শদিপ।
 
শুধু এই ম্যাচ নয়, পুরো আইপিএলেই দারুন ফর্মে আছেন আর্শদিপ। ৭ ম্যাচে ইতোমধ্যেই ১৩ উইকেট নিয়েছেন এই পেসার। এই মুহূর্তে মিলিয়ন ডলারের টুর্নামেন্টটির সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি।
 
আর্শদিপ বলেন, 'যখনই উইকেট পাই, সেটা অবশ্যই ভালো লাগে। আর জিতলে তো কথাই নেই, ভালো লাগাটা অনেক বেড়ে যায়। আইপিএলের আগে আমি আমার রান-আপে পরিবর্তন এনেছি। এটা আমাকে নো-বল না করতে সাহায্য করছে। আমি দারুণ ছন্দ খুঁজে পেয়েছি। অবশ্যই এটা আমি উপভোগ করছি এখন।'
 
এই ম্যাচে প্রথম দিকে ইশান কিশানের উইকেট নেন আর্শদিপ। শেষদিকে সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং নেহাল ওয়াধেরাকে ফেরান তিনি। শেষ ওভারে টানা দুই বলে তিলক আর নেহালের মিডল স্টাম্প উপড়ে দেন তিনি। মুম্বাইয়ের হারানো ছয় উইকেটের চারটিই নেন তিনি।
 
ম্যাচ শেষে প্রতিপক্ষের অধিনায়ক রোহিত শর্মার প্রশংসাও কুড়িয়ে নেন আর্শদিপ, 'এমন হারের পরও আমি ছেলেদের মাথা উঁচুতে রাখতে বলব। আমরা তিনটি জিতেছি এবং তিনটি হেরেছি। টুর্নামেন্টের অনেক সময় বাকি। আসরে আমাদের টিকে থাকতে হবে। আর্শদিপকে তার বোলিংয়ের জন্য কৃতিত্ব দিতে হয়। সে অসাধারণ বোলিং করেছে।'

 


আরো পড়ুন

যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির

৪ ঘন্টা আগে
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির, ফাইল ফটো
promotional_ad


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball