রশিদের বিশ্বরেকর্ড ভেঙে লামিচানের ইতিহাস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন সন্দ্বীপ লামিচানে। ওয়ানডেতে দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন এই লেগ স্পিনার।
শুক্রবার ওমানের বিপক্ষে এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ ম্যাচে লামিচানে এই কীর্তি গড়েন। এর আগে ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের বিশ্বরেকর্ডটি ছিল আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খানের।

২০১৮ সালের মার্চে ৪৪টি ওয়ানডে খেলে রশিদ ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ রশিদ। লামিচানে এই কীর্তি গড়তে রশিদের চেয়ে ২ ম্যাচ কম খেলেছেন। ৪২তম ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেছেনলামিচানে।
ওমানের বিপক্ষে এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ ম্যাচে আদিল শফিকের উইকেট নিয়ে ১০০ উইকেটের ক্লাবে ঢোকেন লামিচানে। এসিসি পুরুষ প্রিমিয়ার কাপের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল নেপাল।
কুশল মাল্লার সেঞ্চুরিতে ভর করে নেপাল আরও একটি নজির গড়ে এ দিন। প্রথম বার আন্তর্জাতিক ওয়ানডেতে তারা ৩০০ রানের পুঁজি পায়। ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যোগ করে ৩১০ রান।
৩১১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা ওমানকে শুরুতেই ধাক্কা দেন লামিচানে। ৩ উইকেট তুলে নিয়ে তিনি নিজেও রেকর্ড গড়েন, সেই সঙ্গে প্রতিপক্ষের টপঅর্ডারকে গুঁড়িয়ে দেন।
লামিচানের জন্যই ওমান ৫৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে। এই চার উইকেটের মধ্যে তিনটিই নেন লামিচানে। ৪৬.৩ ওভারে ২২৬ রানে অলআউট হয় ওমান।