'স্যামসন নয় রাহুলই এগিয়ে'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কেরালা লিগে ইতিহাস সেরা দামে ব্লু টাইগার্সে স্যামসন
১২ ঘন্টা আগে
ভয়ডরহীন ব্যাটিংয়ে বোলারদের বুকে কাঁপন ধরাতেন বীরেন্দর শেবাগ। তার হাত ধরেই আক্রমণাত্মক শুরুর ধারা পায় ভারত। তার ধারবাহিকতা ধরেই রোহিত শর্মাদের হাতে এখন সেই মশাল।
ভবিষ্যতে ভারতের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পতাকাবাহী কে হবে তা নিয়ে বিভিন্ন মতামত ঘুরপাক খায় চারদিকে। কেউ কেউ লোকেশ রাহুলকে ভারতের ভবিষ্যৎ মনে করলেও অনেকের ভোট সাঞ্জু স্যামসনের দিকে।
যদিও শেবাগের চোখে স্যামসনের চেয়ে অনেক এগিয়ে আছেন রাহুল। এমনটাই মনে করেন তিনি। বর্তমানে আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নেতৃত্ব দিচ্ছেন রাহুল।

অন্যদিকে গত কয়েক আসর ধরেই আইপিএলের দল রাজস্থান রয়্যালসের নেতৃত্বভার স্যামসনের কাছে। দুজনই নিজেদের পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন আইপিএলে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার কারণেই রাহুলকে এগিয়ে রেখেছেন শেবাগ।
‘পান্তকে পান্তের মতো খেলতে দিন, ওকে দেখুন ও উপভোগ করুন’
২৪ জুন ২৫
তিনি বলেন, ‘যদি জাতীয় দলে নিজেদের প্রতিষ্ঠিত করার কথা বলেন, আমার মতে সঞ্জু স্যামসনের থেকে ঢের ভালো ক্রিকেটার লোকেশ রাহুল। সে (লোকেশ) টেস্ট খেলেছে এবং বিভিন্ন দেশে সেঞ্চুরি করেছে।'
'ওয়ানডেতে ওপেনার এবং মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ভালো পারফর্ম্যান্স উপহার দিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটেও সে বিস্তর রান করেছে।’
দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেও জাতীয় দলের ব্রাত্য ছিলে স্যামসন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন তিনি। এরপর নিউজিল্যান্ড সফরেও দলে ছিলে এই উইকেটরক্ষক ব্যাটার।
গত বছর ঋষভ পান্ত সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার পর অনেকেই ভেবেছিলেন স্যামসনকে দলে ফেরানো হবে। কিন্তু তেমনটা হয়নি। ভারতের কোচ ও নির্বাচকদের পছন্দে সীমিত ওভারে দলে নেয়া হয় ইশান কিশানকে।