‘গ্রিন বিশ্ব ক্রিকেটের পরবর্তী সুপারস্টার’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গ্রিনকে ৩ নম্বরের ‘স্থায়ী সমাধান’ ভাবছে অস্ট্রেলিয়া
২৫ জুন ২৫
নিলামে চড়া দামে বিক্রি হলেও মাঠের ক্রিকেটে প্রত্যাশা মেটাতে পারছিলেন না ক্যামেরন গ্রিন। ব্যাটে-বলে নিজের ছাপ রাখতে পারছিলেন না অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। তবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দেখা মিলেছে চিরচেনা গ্রিনের। ৬৪ রানের ইনিংস খেলার পর গ্রিনকে বিশ্ব ক্রিকেটের পরবর্তী সুপারস্টার হিসেবে আখ্যা দিয়েছেন ইরফান পাঠান।
টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন গ্রিন। সাদা পোশাকে দাপট দেখানোর পর অস্ট্রেলিয়ার হয়ে রঙিন জার্সিও গায়ে জড়ান এই অলরাউন্ডার। অজিদের হয়ে ব্যাটে-বলে পারফর্ম করায় কিছুদিনের মাঝেই আলোচনায় উঠে আসে তার নাম।
বিশেষ করে ভারত সফর তাকে আরও খানিকটা উপরে নিয়ে গেছেন। গত সেপ্টেম্বরে ভারত সফরে ৬১ ও ৫২ রানের দুটি ঝড়ো ইনিংস খেলেছিলেন গ্রিন। যার ফলে অনুমেয়ভাবেই নিলামে তাকে নিয়ে আগ্রহের কমতি ছিল না। যার ফলে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে তাকে কিনে নেয় মুম্বাই।

কদিন আগে জাতীয় দলের জার্সিতে ভারতের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করেছিলেন গ্রিন। তবে মুম্বাইয়ের জার্সিতে ভালো করতে পারছিলেন না তিনি। পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে চার ম্যাচে মোটে ৩৫ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। যেখানে বল হাতে উইকেট পেয়েছিলেন একটা।
ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুললেন উথাপ্পা-ইরফানরা
২৯ মার্চ ২৫
এমন পারফরম্যান্সের পরও তার উপর আস্থা হারায়নি মুম্বাই। হায়দরাবাদের বিপক্ষে সেটার ফলও পেয়েছে তারা। বল হাতে এক উইকেট নেয়ার সঙ্গে করেছেন অপরাজিত ৬৪ রান। ছয়টি চার ও দুটি ছক্কায় এমন ইনিংস খেলা গ্রিনের প্রশংসায় পঞ্চমুখ ইরফান।
ভারতের সাবেক এই পেসার বলেন, ‘ক্যামেরন গ্রিন ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটের সুপারস্টার হতে যাচ্ছে। সে খুবই মেধাবী ক্রিকেটার, তার কাছে থেকে আমরা আরও অনেক কিছু পেতে যাচ্ছি। কারণ সে দিনকে দিন নিজের খেলায় উন্নতি করছে।’
আইপিএলের এবারের আসরে জসপ্রিত বুমরাহকে ছাড়াই খেলতে হচ্ছে মুম্বাইকে। জোফরা আর্চার স্কোয়াডে থাকলেও চোটের কারণে ম্যাচ খেলা হচ্ছে না তার। প্রথম ম্যাচ খেলার পর থেকেই বাইরে আছেন তিনি। এমন দুজন অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতিতে নিজেদের মেলে ধরছেন হৃতিক শোকেন, তিলক ভার্মার মতো তরুণরা।
যাদের প্রশংসা করেছেন অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলেন, ‘জফরা আর্চার, জসপ্রিত বুমরাহর মতো সুপারস্টারদের অনুপস্থিতিতে মুম্বাইয়ের তরুণরা নিজেদের মেলে ধরছে। প্রথম কয়েক ম্যাচে তারা তাদের বিগ গানদের মিস করেছে কিন্তু তরুণরা এখন দায়িত্ব নিচ্ছে এবং সেরাটা ডেলিভার করছে।’