ধোনির নিষিদ্ধ হওয়ার শঙ্কা দেখছেন শেবাগ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১১ জনের মৃত্যুতে বেঙ্গালুরুর দোষ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি
২ জুলাই ২৫
আইপিএলের গত আসরের শুরুতে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব তুলে দেয়া হয়েছিল রবীন্দ্র জাদেজার হাতে। যদিও তিনি প্রত্যাশা মতো দলকে নেতৃত্ব দিতে পারেননি। ৮ ম্যাচে অধিনায়কত্ব করে দলকে জেতাতে পেরেছিলেন কেবল দুটিতে। এর ফলে আসরের মাঝ পথেই তাকে সরিয়ে আবার মহেন্দ্র সিং ধোনিকে নেতৃত্বভার দেয়া হয়।
এবারের আসরে ধোনির নেতৃত্বে পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে ??েন্নাই। ফলে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে তারা। তবে দলটির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপ। বিশেষ করে দলের পেসাররা হাত খুলে রান দিচ্ছেন।

এর মধ্যে অন্তত চার ম্যাচে ১৭৫ এর বেশি রান দিয়েছেন চেন্নাইয়ের বোলাররা। ফলে ব্যাটারদের জন্যও পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়ছে। এমন অবস্থা চলতে থাকলে অচিরেই স্লো ওভার রেটের কারণে ধোনি নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করছেন বীরেন্দর শেবাগ।
চেন্নাইয়ের বিদায়ে কেঁদে ফেলেছিলেন অশ্বিন
২৮ মে ২৫
তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘ধোনিকে দেখে খুশি মনে হচ্ছে না। ওর দলের বোলাররা নো–ওয়াইড দেওয়া কমাতে পারছে না। অতিরিক্ত রান দেওয়ার কারণে প্রতি ম্যাচেই ২ থেকে ৩ ওভার বেশি বোলিং করতে হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে এমন যেন না হয় যে ধোনিকে নিষিদ্ধ করা হয়েছে আর চেন্নাই অন্য কারও নেতৃত্বে খেলছে।’
ধোনি এবার হাঁটুর চোট নিয়েই আইপিএল খেলছেন। এমন চোট থেকে দ্রুত সেরে ওঠার কোনো সুযোগও নেই। দলের বোলাররা এভাবে ধোনিকে চাপে ফেললে আইপিএল সেরা অধিনায়ক বিশ্রামের কথা ভাবতে পারেন বলেও জানিয়েছেন শেবাগ।
তার ধারণা আর কয়েক ম্যাচ পর থেকেই বেঁছে বেঁছে ম্যাচ খেলতে পারেন ধোনি। শেবাগের ভাষ্য, 'ওর চোটের যে অবস্থা, মনে হচ্ছে সামনে বেছে বেছে কিংবা মুষ্টিমেয় কিছু ম্যাচ খেলবে। সে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু বোলাররা নো–ওয়াইড দিতেই থাকলে ওকে হয়তো বিশ্রাম নেওয়ার কথা ভাবতে হবে।’
চেন্নাইয়ের বোলিং লাইনআপের সমালোচনা করে শেবাগ বলেন, ‘আমি প্রথম দিন (উদ্বোধনী ম্যাচ) খেলা দেখেই বলেছি, ওদের বোলিং বিভাগ দুর্বল। এটা নিয়ে ওদের কাজ করতে হবে। এই মৌসুমে কতটুকু উন্নতি করতে পারবে জানি না। তবু হাতে যা পুঁজি আছে, সেটারই যথাযথ ব্যবহার করতে হবে। বোলারদের আরও নির্ভুল হতে হবে। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের দিকে তাকান, ওরা ৩০ থেকে ৩৫টা ডট বল করেছে। তার মানে, প্রায় ৬ ওভার কোনো রান দেয়নি। এরপরেও ২১৮ রান দিয়ে ফেলেছে। কারণ, অতিরিক্ত বলগুলোতে অনেক চার–ছক্কা খেয়েছে।’