সিরাজের কাছে ড্রেসিংরুমের তথ্য জানতে চেয়ে গ্রেফতার হায়দরাবাদের ড্রাইভার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগমুহূর্তে ভারতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে মোহাম্মদ সিরাজের সঙ্গে অনৈতিক উদ্দেশ্যে যোগাযোগ করায় সম্প্রতি গ্রেফতার হয়েছেন হায়দরাবাদের এক ড্রাইভার।
সিরাজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তার কাছ থেকে ভারতীয় দলের বিভিন্ন তথ্য জানতে চান সেই ড্রাইভার। এমন ফোন পেয়ে দেরি করেননি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলা এই পেসার।
সঙ্গে সঙ্গে নিজ দলের সঙ্গে থাকা আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কর্মকর্তাদের এই ব্যাপারে অবগত করেন সিরাজ। সিরাজের কাছ থেকে শুনে ইতোমধ্যে সেই ব্যক্তিকে গ্রেফতারও করেছে তারা।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছে, 'সিরাজের কাছে যে তথ্য জানতে চেয়েছে সে আসলে কোনো বুকি নয়। সে হায়দরাবাদের একজন ড্রাইভার যে কিনা বেটিংয়ে অভ্যস্ত। সে প্রচুর অর্থ হারিয়েছে (জুয়ায়)।'
'এরপরই সিরাজের কাছ থেকে ভেতরের তথ্য জানতে চেয়েছে। সিরাজ সঙ্গে সঙ্গেই এ কথা সংশ্লিষ্টদের জানিয়েছে। এরপর দুর্নীতি বিভাগের লোকজন লোকটিকে সনাক্ত করে গ্রেফতার করেছে। এই ব্যাপারে আরও তথ্য পরবর্তীতে জানা যাবে।'
২০১৮ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছেও এরকম তথ্য জানতে চেয়েছিলেন জনৈক ব্যক্তি। সাকিব তাকে সাহায্য করেননি।
এমনকি এই ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে সঙ্গে সঙ্গে কিছুই জানাননি। পরবর্তীতে এই বিষয়ে আরও কয়েকটি সম্পুরক ঘটনা মাথাচাড়া দিয়ে উঠলে এক বছরের নিষেধাজ্ঞা নিয়ে মাঠের বাইরে থাকেন সাকিব।
আরো পড়ুন
শরীর সতেজ আছে, তাই বোলিং উপভোগ করছি: সিরাজ
৭ এপ্রিল ২৫
