শচিনের সঙ্গে তুলনায় বিব্রতবোধ করেন কোহলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে জয় খরা কাটিয়ে রাজস্থানকে হারাল বেঙ্গালুরু
২২ মিনিট আগে
‘বিরাট কোহলি ভালো তবে শচিন টেন্ডুলকারের কাতারে নেই।’ বছর তিনেক আগে ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছিলেন আব্দুল রাজ্জাক। শচিনের সঙ্গে নিজের তুলনা নিয়ে এবার মুখ খুললেন খোদ কোহলি। ভারতের সাবেক অধিনায়ক জানান, শচিনের সঙ্গে তুলনার কথা শুনলে তার হাসি পায় এবং বিব্রতবোধ করেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক শচিন। একমাত্র ক্রিকেটার হিসেবে তিন সংস্করণ মিলে ছুঁয়েছেন একশ সেঞ্চুরির মাইলফলক। ২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে প্রায় সব রেকর্ডই নিজের করে নিয়েছেন লিটল মাষ্টার খ্যাত ভারতের সাবেক এই ব্যাটার।

সবশেষ এক দশকের পারফরম্যান্সে শচিনের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন কোহলি। সেঞ্চুরির হিসেবে ছাড়িয়ে গেছেন জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিংয়ের মতো তারকা ক্রিকেটারদের। কোহলির সামনে কেবল তারই স্বদেশি শচিন। অবসরের আগে আর ২৫ সেঞ্চুরি করতে পারলেই দ্বিতীয় ক্রিকেটার হিসেব সেঞ্চুরির সেঞ্চুরি হবে কোহলির।
অনেকের ধারণা, নিজের সেরা ছন্দে থাকলে শচিনকে ছাড়িয়ে যেতে পারেন কোহলি। এদিকে প্রায়ই পরিসংখ্যান টেনে তুলনা করা হয় কোহলি ও শচিনের মাঝে। এমন তুলনায় অবশ্য খুশি নন কোহলি। শুধু তাই নয়, শচিনের সঙ্গে নিজেকে তুলনা করতে দেখে বিব্রতবোধ করেন তিনি।
এ প্রসঙ্গে কোহলি বলেন, ‘আমি প্রতিবারই হাসতে থাকি। যারা এই ধরণের কথা বলেন, তাদের খেলার সম্পর্কে কোনও রকম ধারণা নেই। আমায় যখন শচিনের সঙ্গে তুলনা করা হয়, তখন আমি বিব্রতবোধ করি। জানি এই সব মানুষরা পরিসংখ্যান দেখেই এই ধরনের কথা বলে। আমার কাছে শচিন টেন্ডুলকার সবসময় একটা আবেগের নাম। শচিন টেন্ডুলকার একটা চলমান শক্তির উৎস।’
তিনি আরও বলেন, ‘কখনও শচিন টেন্ডুলকার এবং ভিভ রিচার্ডসনের সঙ্গে কারোর তুলনা করা উচিত নয়। তারা তাদের নিজেদের সময়কালের সেরা ক্রিকেটার। নিজেদের সময় খেলার মধ্যে একটা বিপ্লব এনেছে তারা। সমর্থকরা তাদেরকে ভরসা ও বিশ্বাস করে। ক্রিকেটে কোনও ক্রিকেটারের উপর বিশ্বাস করা খুবই একটা বিরল ব্যাপার।’