promotional_ad

ম্যাচ হারের পর জরিমানা গুনলেন কোহলি

সংগৃহীত
promotional_ad
|| ডেস্ক রিপোর্ট ||
 
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটি ৮ রানে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর ম্যাচ হারের পর জরিমানা গুনতে হচ্ছে বিরাট কোহলিকে। ম্যাচ ফি'র দশ শতাংশ জরিমানা করা হয়েছে দলটির সিনিয়র এই ব্যাটারকে।
 
আইপিএলের নিয়ম ভাঙার কারণেই জরিমানা দিতে হচ্ছে কোহলিকে। এই ব্যাপারে নিজের অপরাধ মেনে নিয়েছেন কোহলি, যার কারণে শুনানির প্রয়োজন হচ্ছে না।
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোহলির জরিমানার বিষয়টি জানিয়ে আইপিএল কর্তৃপক্ষ বলেছে, ‘আইপিএলের নিয়মের ২.২ ধারাটি ভঙ্গের বিষয়টি স্বীকার করে নিয়েছেন কোহলি। চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ম্যাচে তিনি এই ধারাটি ভঙ্গ করেন।’ 
 
মাঠে কোহলির কোন আচরণ দিয়ে ঠিক কোন নিয়ম ভেঙেছেন, সেটি নিয়ে অবশ্য কোনো ব্যাখা দেয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষ। যদিও ভারতীয় মিডিয়ার খবর, চেন্নাইয়ের ব্যাটার শিবম দুবের আউটের পর কোহলির মাত্রা ছাড়ানো উদযাপনের জন্যই তাকে জরিমানা করা হয়েছে।
 
এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে চেন্নাই। দলটির পক্ষে ২৭ বলে দুটি চার ও পাঁচটি ছয়ে ৫২ রান করেন অলরাউন্ডার দুবে। একইসঙ্গে ডেভন কনওয়ের ৪৫ বলে ৮৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২৬ রান তোলে চেন্নাই।
 
রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২১৮ রান তুলতে পারে বেঙ্গালুরু। কোহলি এদিন করেন ৪ বলে ৬ রান। ফাফ ডু প্লেসির ৩৩ বলে ৬২, গ্লেন ম্যাক্সওয়েলের ৩৬ বলে ৭৬ এবং দীনেশ কার্তিকের ১৪ বলে ২৮ রানের ইনিংসে লক্ষ্যের খুব কাছে পৌছায় বেঙ্গালুরু। যদিও ম্যাচ জেতা হয়নি তাদের।
 
এদিকে কোহলির আগে মাত্রা ছাড়ানো উদযাপন করে জরিমানা গুনতে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের স্পিনার ঋত্বিক শোকিনকে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দলটির অধিনায়ক নীতিশ রানার সঙ্গে মাঠে বিবাদে জড়িয়েছিলেন তিনি।

 


আরো পড়ুন

ঘরের মাঠে জয় খরা কাটিয়ে রাজস্থানকে হারাল বেঙ্গালুরু

১৭ মিনিট আগে
উইকেট নেয়ার পর জস হ্যাজেলউড
promotional_ad


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball