দিল্লি-কলকাতার খেলা থাকলেই টিভিতে চোখ রাখেন পাপন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে জয় খরা কাটিয়ে রাজস্থানকে হারাল বেঙ্গালুরু
২৫ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে আসরে খেলার কথা ছিল তিন বাংলাদেশি ক্রিকেটারের। তবে সাকিব আল হাসান নাম সরিয়ে নেয়ায় আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি বলতে লিটন দাস ও মুস্তাফিজুর রহমান।
কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে আছেন লিটন আর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন মুস্তাফিজুর। এই দুই দলের খেলা থাকলেই টেলিভিশনে চোখ রাখেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও তারা একাদশে না থাকলে আশাহত হতে হয় তাকে।

দিল্লির হয়ে দুই ম্যাচ খেলে ফেলেছেন মুস্তাফিজ তবে লিটন এখনও কলকাতার হয়ে খেলার সুযোগ পাননি। সোমবার বিসিবির কর্মচারীদের মধ্যে খাবার বিতরণ করেছেন নাজমুল হাসান পাপন। এরপরই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে লিটন-মুস্তাফিজদের নিয়ে কথা বলেছেন তিনি।
এ প্রসঙ্গে পাপন বলেছেন, 'আসলে আইপিএলের খেলা খুব একটা দেখা হচ্ছে না। আমি দেখি না যে, তা নয়। কেকেআরের খেলা থাকলে দেখি স্কোয়াডে (আমাদের) কেউ আছে কি না। দিল্লির খেলা থাকলেও দেখি যদি স্কোয়াডে কেউ আছে, তাহলে দেখি। কারণ এখানে টাইমিংটা তারাবির সাথে ক্ল্যাশ করে যায়। তাই আগে দেখি কেউ আছে কি না। তাহলে দেখি।'
লিটনকে কলকাতা ম্যাচ খেলাবে না বলেই মনে করেন বিসিবি সভাপতি। তার বিশ্বাস ম্যাচ খেলার সুযোগ কম পাওয়া যাবে বলে মনে করেই নাকি বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলে খেলতে যান। তিনি বলেন, 'এটা (খেলাবে না) জানে সবাই। ওরাও জানে। এটা কি অজানা কিছু নাকি। এটা যারা গেছে তারাও জানে।'
লিটন সুযোগ না পাওয়ার অন্যতম কারণ কলকাতার স্কোয়াডে রয়েছেন দুই বিদেশি রহমানউল্লাহ গুরবাজ ও জেসন রয়। এর মধ্যে গুরবাজ নিয়মিত খেলছেন কলতারা হয়ে। প্রায় প্রতি ম্যাচে কলকাতার ওপেনিং জুটি ব্যর্থ হওয়ার পরও লিটনের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।