promotional_ad

জার্সিতে বেটিং কোম্পানির লোগো ব্যবহারে অনুমতি দিল আইসিসি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কয়েক সপ্তাহ সময় চাইলেন ম্যাককালাম

২ মার্চ ২৫
ব্রেন্ডন ম্যাককালাম (বামে) ও জস বাটলার (ডানে)

সবশেষ কবছরে ক্রমশই বেড়েছে বেটিং কোম্পানির প্রচারণার পরিধি। সেসব প্রচারণায় যোগ দিচ্ছেন ক্রিকেটাররা। কদিন আগে এমন চুক্তি করে বিপাকে পড়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। যা নিয়ে বিতর্কের কমতি নেই। তবে বেটিং কোম্পানির লোগো ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে জার্সিতে বেটিং কোম্পানির লোগো ব্যবহার করতে পারবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা দলগুলো। যদিও এমন অনুমতি দেয়া হচ্ছে কেবল দ্বিপাক্ষিক সিরিজের জন্য। আইসিসির টুর্নামেন্টে অবশ্য বেটিং কোম্পানির লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখছে আইসিসি। এমন খবর প্রকাশ করেছে ইংলিশ সংবাদমাধ্যম দ্য টাইমস।


সবশেষ নভেম্বরে বেটিং কোম্পানির লোগো ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। যদিও সেই সময় প্রত্যাখান করা হয়েছিল প্রস্তাবটি। তবে মার্চে দুবাইয়ে হওয়া বৈঠকে আইসিসি সম্মতি দেয় যে দলগুলো বেটিং কোম্পানির লোগো ব্যবহার করতে পারবে।


promotional_ad

প্রধান নির্বাহী কমিটির (সিইসি) সম্পাদক ক্লাইভ হিচকক বিধি-নিষেধ তুলে নিতে রাজি হওয়ায় এপ্রিল থেকে এটি কার্যকর করা হয়েছে। আইসিসি অনুমতি দিলেও জার্সিতে বেটিং কোম্পানির লোগো ব্যবহার করবে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


আরো পড়ুন

বাংলাদেশে খেললেও বেনের চোখ আছে ভারত-পাকিস্তানে

২৬ এপ্রিল ২৫
সংবাদ সম্মেলনে বেন কারান, ক্রিকফ্রেঞ্জি

কদিন আগে বেটিং কোম্পানির বিজ্ঞাপনে ম্যাককালামের উপস্থিতি ইসিবির দুর্নীতিবিরোধী নিয়ম লঙ্ঘন করেছে কিনা সেটাই তদন্ত করবে দেশটির ক্রিকেট বোর্ড। গত সপ্তাহে নিজের ফেসবুকে '২২ বেট' নামের একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নিজের পেজে শেয়ার করেন ম্যাককালাম। এরপরই এই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়।


এই ধারায় ম্যাককালামের বিরুদ্ধে আনা অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে তাকে এক বছর বাইরে থাকতে হতে পারে। গত সপ্তাহে নিউজিল্যান্ডের প্রবলেম গ্যাম্বলিং ফাউন্ডেশন (পিজিএফ) দেশটির ডিপার্টমেন্ট অব ইন্টারনাল অ্যাফেয়ার্সে (ডিআইএ) একটি অভিযোগ দায়ের করে।


বিজ্ঞাপনটিতে দেখা যায় ম্যাককালাম মরুভূমিতে একটি স্পোর্টস কার চালাচ্ছিলেন। এক পর্যায়ে নেমে আইপিএলে বেটিংয়ের ব্যাপারে ভিউয়ারদের প্রলুব্ধ করেন। তিনি নিজেকে ‘২২বেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ বলে উল্লেখ করেন সেই বিজ্ঞাপনে। অবশ্য নিউজিল্যান্ডের আপত্তির মুখে বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হয় ইউটিউব কর্তৃপক্ষ।


এর আগে বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি করে জাতীয় রেডিও স্টেশনের ধারাভাষ্যের চাকরি হারিয়েছেন মিচেল জনসন। যে কারণে গত বছরের আগস্টে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজে এবিসি রেডিওর হয়ে ধারাভাষ্য দিতে পারেননি অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।


এদিকে ইংল্যান্ডের মতো জার্সিতে বেটিং কোম্পানির লোগো নাও ব্যবহার করতে পারে বাংলাদেশ। কারণ জুয়া বাংলাদেশ সরকারের আইন পরিপন্থী। যে কারণে বেট উইনারের সঙ্গে চুক্তি করে শেষ পর্যন্ত তা বাতিল করতে হয়েছিল সাকিব আল হাসান। সেসময়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, তারা কোনো জুয়া কোম্পানির সঙ্গে সম্পৃক্ত থাকতে চায় না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball