বোলারদের নৈপুণ্যে মাশরাফির রূপগঞ্জকে হারাল শেখ জামাল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রূপগঞ্জকে হারিয়ে শিরোপার আরও কাছে আবাহনী
২৬ এপ্রিল ২৫
সুপার লিগ আগেই নিশ্চিত হয়ে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং লিজেন্ডস অব রূপগঞ্জের। প্রথম পর্বের শেষ ম্যাচটি তাই দুই দলের জন্যই ছিল কেবল আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতার ম্যাচে পারভেজ রসুল ও অন্যান্য বোলারদের নৈপুণ্যে এবং রবিউল ইসলাম রবি ও সাইফ হাসানের হাফ সেঞ্চুরিতে মাশরাফি বিন মুর্তজার দলকে ৮ উইকেটে হারিয়েছে শেখ জামাল।
১১ রাউন্ড শেষে ১০ জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয়তে আছে শেখ জামাল। লিজেন্ডস অব রূপগঞ্জ নিজেদের ১১ ম্যাচে জিতেছে ৮টিতে। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান তৃতীয় স্থানে।
সাভারের বিকেএসপি'র তিন নম্বর মাঠে ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৪১ রান তোলে শেখ জামাল। ৬১ বলে ৫৮ রান করেন রবিউল ইসলাম রবি। সোহাগ গাজীর বলে কাও কর্নারে ক্যাচ তুলে দেন রবি, যা লুফে নেন মুনিম শাহরিয়ার।

দলীয় ১৫৩ রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় শেখ জামাল। আরেক ওপেনার সাইফ হাসান ৮১ বলে ৭৮ রান করে পারভেজ হোসেন ইমনের বলে ফিরে যান। লং অনে তার ক্যাচটি লুফে নেন চিরাগ জানি।
শেখ জামালকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফজলে মাহমুদ রাব্বি এবং তৌহিদ হৃদয়। ২০ বলে দুটি চার ও সমান ছক্কায় ২৪ রানে অপরাজিত থাকেন রাব্বি। ৯ বলে ১ রানে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়।
টস হেরে আগে ব্যাটিং করে ৪৫.১ ওভারে ১৬২ রান করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। দলটির হয়ে ইনিংস সর্বোচ্চ ৫৩ রান করেছেন উইকেটরক্ষক ইরফান শুক্কুর।
এ ছাড়া সোহাগ গাজী ২৯, মুক্তার আলী ১৮ এবং সাব্বির রহমান ১৫ রান করেন। শেখ জামালের হয়ে মাত্র ২৯ রান খরচায় তিন উইকেট নেন পারভেজ রসুল। দুটি করে উইকেট নেন শফিকুল ইসলাম এবং আরিফ আহমেদ।