টানা ৫ জয়ে সুপার লিগে সাকিবের মোহামেডান

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
লিটনের মতোই পারফর্ম করতে চান অঙ্কন
৯ এপ্রিল ২৫
তারকাঠাসা দল গড়েও ডিপিএলের সবশেষ আসরে পয়েন্ট টেবিলের সাতে থেকে শেষ করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবারও প্রায় একই পথে হেঁটেছিল ঐতিহ্যবাহী ক্লাবটি। নিজেদের প্রথম পাঁচ ম্যাচে জয়ের দেখা না পাওয়া মোহামেডানের পয়েন্ট ছিল মোটে এক। তাতে আরও একবার সুপার লিগ না খেলেই ডিপিএল শেষ করতে হতো সাকিব আল হাসানের দলকে।
শেষ পর্যন্ত সেটা আর হয়নি। সাকিব দলের সঙ্গে যোগ দিতেই বদলে যায় মোহামেডান। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে শুরু, এরপর একে একে হারিয়েছে অগ্রণী ব্যাংক, সিটি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও শাইনপুকুরকে। মাহিদুল ইসলাম অঙ্কনের সেঞ্চুরিতে টানা পাঁচ জয়ে সুপার লিগে খেলা নিশ্চিত করেছে সাকিবের মোহামেডান। বর্তমানে ১১ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে তারা।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর গ্রাউন্ডে জয়ের জন্য ২৭৭ রান তাড়ায় শুরুটা ভালো করে শাইনপুকুর। দুই ওপেনার খালিদ হাসানর ও অভিষেক মিত্র মিলে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে যোগ করেন ৪৩ রান। তবে পাওয়ার প্লে শেষ হতেই উইকেট হারায় শাইনপুকুর। নাজমুল অপুর বলে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আরিফুল হকের হাতে ধরা পড়েন অভিষেক।
বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব
১৬ এপ্রিল ২৫
ভালো শুরু করেছিলেন, তবে রানের বেশি করা হয়নি ডানহাতি এই ওপেনারের। তিনে নেমে দলের প্রত্যাশা মেটাতে পারেননি জিসান আলম। তরুণ এই ব্যাটার ৬ রান করে বিদায় নিয়েছেন নাজমুল অপুর বলে বোল্ড হয়ে। জিসানের পর মেহেদি হাসান মিরাজের বলে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরতে ওপেনার খালিদকে। যদিও পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে ৫৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন তিনি।
চারে নেমে ৭০ রানে ৬৬ রান করেছেন শুভম। ভারতের এই ব্যাটারকে আউট করেছেন সাকিব। শেষ দিকে সাজ্জাদুল হকের ১৯ আর মাসুম খানের ৩০ রান কেবল শাইনপুকুরের হারের ব্যবধানই কমিয়েছে। মোহামেডানের হয়ে নাজমুল অপু তিনটি আর দুটি করে উইকেট নিয়েছেন মুশফিক হাসান ও জ্যাক লিনটট।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান তোলে মোহামেডান। ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে সর্বোচ্চ ১২৫ রানের ইনিংস খেলেছেন অঙ্কন। এ ছাড়া ইমরুল কায়েস ৬৯, সাকিব ৩০ আর আরিফুল করেছেন ২৬ রান। শাইনপুকুরের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান রানা ও মাসুম।