ইনজুরি নিয়েই আইপিএল খেলছেন ধোনি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১১ বলে ২৬, ম্যাচসেরা হয়ে অবাক ধোনি
১৫ এপ্রিল ২৫
ইনজুরি নিয়েই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন মহেন্দ্র সিং ধোনি। এমনটা নিশ্চিত করেছেন ধোনির দল চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিং। হাঁটুর ইনজুরিতে ভুগছেন দলটিকে চারবার আইপিএল শিরোপার স্বাদ এনে দেয়া এই উইকেটরক্ষক।
গত বুধবার (১২ এপ্রিল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটিতে ১৭ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন ধোনি। এই ইনিংসে ছিল একটি চার ও তিনটি ছক্কার মার। শেষ ওভারে যখন ২১ রান দরকার তখন দুটি ছক্কা হাঁকিয়েছেন ধোনি।

সন্দীপ শর্মার করা সেই ওভারে ১৭ রান নিতে পারে চেন্নাই। মাত্র ৩ রানে ম্যাচ হারে দলটি। ম্যাচ শেষে জানা গেল ইনজুরি নিয়ে শুধু এই ম্যাচ নয়, আইপিএলের শুরু থেকেই খেলছেন ধোনি। যদিও চেন্নাইয়ের হেড কোচ আশ্বস্ত করেছেন, ম্যাচ খেলার মতো ফিট থাকেন ধোনি।
কোহলি-ক্রুনালের ব্যাটে বেঙ্গালুরুর বড় জয়
১৮ ঘন্টা আগে
এই ব্যাপারে ফ্লেমিং বলেন, 'ধোনির হাঁটুতে ইনজুরি আছে। আপনি তার চলাচলে সেটা বুঝতে পারবেন। এ কারণে সে কিছুটা অস্বস্তিতে আছে। তবে আজ যা দেখেছেন, সে আমাদের জন্য অনেক বড় একজন ক্রিকেটার। তার ফিটনেসকে আমি পেশাদারই বলব।'
এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৭ বলে ১৪ রান করেন ধোনি। দ্বিতীয় ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে করেন তিন বলে ১২ রান। আর তৃতীয় ম্যাচে ব্যাটিংই পাননি তিনি। এখনও হাঁটুর ইনজুরি থাকলেও দ্রুতই তা কাটিয়ে উঠ??েন এই মাস্টারমাইন্ড, এমনটাই বিশ্বাস ফ্লেমিংয়ের।
তিনি আরও বলেন, 'আসর শুরুর মাসখানেক আগে সে দলের সঙ্গে যোগ দিয়েছে। এর আগে সে খেলার মধ্যে ছিল না। সে ফিট হয়ে যাবে। রঞ্চিতে নেট সেশন চালিয়ে যাবে। ম্যাচে পারফর্ম করতে যা দরকার সেটা সে করেছে। আপনি দেখতে পাবেন, সে খুবই ভালো খেলছে। তাই সে কীভাবে নিজেকে ফিট করে তোলে, সে ব্যাপারে সন্দেহ না থাকাই ভালো।'