আইসিসির মার্চের সেরা হওয়ার দৌড়ে সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিব-নাসিরসহ বাংলাদেশের ৯ ক্রিকেটার
৮ ঘন্টা আগে
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মার্চ মাসের সেরা ক্রিকেটার হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং আরব আমিরাতের আসিফ খান।
গেল মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। যদিও সেই সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান এবং সর্বোচ্চ সংখ্যক উইকেট নেন সাকিব। বাংলাদেশের জেতা একমাত্র ম্যাচটিতে ৭১ বলে ৭৫ রান করেন সাকিব। একই ম্যাচে বল হাতে চারটি উইকেট নিয়ে ম্যাচসেরাও হন তিনি।
টি-টোয়েন্টি সিরিজেও একই ফর্ম অব্যাহত থাকে সাকিবের। সেই সিরিজে সাকিবের অধীনে ইংলিশদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এই সিরিজে প্রতি ম্যাচেই একটি করে উইকেট নেন সাকিব। ব্যাট হাতে প্রথম ম্যাচেই করেন ২৪ বলে ৩৪ রান।

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজেও দারুণ পারফরম্যান্স ছিল সাকিবের। প্রথম ওয়ানডেতেই ৯৩ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছিলেন তিনি। পরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৪ বলে অপরাজিত ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি। তারপর পাওয়ার প্লে'তেও নেন পাঁচ উইকেট।
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
৪ ঘন্টা আগে
সাকিবের এমন অলরাউন্ডিং পারফরম্যান্স মনে ধরেছে আইসিসির। আর তাই মার্চের সেরার দৌড়ে মনোনয়ন পেয়েছেন তিনি। যদিও মার্চের সেরা হওয়ার দৌড়ে সাকিবের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী উইলিয়ামসন।
গত মাসে শ্রীলঙ্কাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন উইলিয়ামসন। সফরকারীদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচে তিন ইনিংসে একটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। শ্রীলঙ্কাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলতে দেননি উইলিয়ামসন।
সিরিজের প্রথম টেস্টটি জিততে শেষ ইনিংসে ২৮৫ রান লাগত কিউইদের, বৃষ্টি বিঘ্নিত শেষ দিনে লাগত ৫২ ওভারে ২৫৭ রান। ম্যাচের একদম শেষ বলে এই লক্ষ্য ছুঁয়ে ফেলেন উইলিয়ামসন। কিউইদের এনে দেন ৭ উইকেটের জয়।
পরের ম্যাচে ২১৫ রানের ইনিংস খেলেন নিউজিল্যান্ডের সাবেক এই টেস্ট দলপতি। আর তাতে কিউইরা ম্যাচটি জিতে ইনিংস এবং ৫৮ রানে।
এদিকে আইসিসি'র লিগ-২ এর ম্যাচে নেপালের বিপক্ষে ৪২ বলে অপরাজিত ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আসিফ। আইসিসির সহযোগী দেশগুলোর কোনো ক্রিকেটারের এটাই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। সাকিব-উইলিয়ামসনের পাশাপাশি মাস সেরার দৌড়ে আছেন তিনিও।