বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বিসিবির চাকরি ছাড়লেন পোথাস
১৭ জানুয়ারি ২৫
বাংলাদেশ জাতীয় দলের নতুন সহকারী কোচ হয়েছেন নিক পোথাস। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছরের চুক্তিতে বাংলাদেশের সহকারী কোচ হয়েছেন পোথাস। সামনের মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
কোচিং পেশায় বেশ অভিজ্ঞ পোথাস। ২০১৮-১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়া ২০১৭-১৮ সালে শ্রীলঙ্কার হেড কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

তারও আগে ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবে কাজ করতে দেখা গেছে তাকে। এ ছাড়া শ্রীলঙ্কা জাতীয় দলেরও ফিল্ডিং কোচ হিসেবেও নিযুক্ত ছিলেন পোথাস। ইংলিশ কাউন্টিতে হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের উইকেটকিপিং কোচ ছিলেন তিনি।
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
৪ ঘন্টা আগে
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাবেক দক্ষিণ আফ্রিকার ব্যাটার নিক পোথাস বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। ৪৯ বছর বয়সী পোথাসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।‘
বাংলাদেশের সহকারী কোচ হতে পেরে আনন্দিত হয়ে পোথাস বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আমি সম্মানিত বোধ করছি। দলটিতে এখন ব্যতিক্রমী ধাচের প্রতিভার গভীরতা আর বিন্যাস আছে এবং আমি বিশ্বাস করি সামনের বছরগুলো খুব রোমাঞ্চকর হতে যাচ্ছে।‘
খেলোয়াড়ী জীবনে জাতীয় দল সাউথ আফ্রিকার হয়ে মাত্র তিনটি আন্তর্জাতিক ওয়ানডে খেলা হয়েছে উইকেটরক্ষক হিসেবে খেলা পোথাসের। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১১ হাজারের বেশি রান আছে।