promotional_ad

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে পেসারদের জয়জয়কার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া, ক্যারিবীয়দের সামনে বাংলাদেশের রেকর্ড

১৪ ঘন্টা আগে
দিন শেষে মাঠ ছাড়ছেন অ্যালেক্স ক্যারি ও প্যাট কামিন্স

নতুন মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন মোট ২৪ জন ক্রিকেটার। এর মধ্যে পেসারদের আধিক্যতাই অনেক বেশি। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ল্যান্স মরিসকেও এই তালিকায় রেখেছে সিএ।


অ্যাশেজ এবং ওয়ানডে বিশ্বকাপসহ ঠাসা আন্তর্জাতিক সূচি বিবেচনা করে বেশ কিছুদিন আগেই সিদ্ধান্ত নেয়া হয়, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ২৪-এ নেয়া হবে। বাড়তি এই জায়গাগুলোতে মূলত পেসারদেরই প্রাধান্য দেয়া হয়েছে।


ঘরোয়া ক্রিকেটে গতির ঝড় তুলে বেশ কিছুদিন ধরে জাতীয় দলের সঙ্গে আছেন মরিস। ২৫ বছর বয়সী এই ফাস্ট বোলারকে মূলত ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে। চুক্তিতে জায়গা পেয়েছেন শন অ্যাবট, ঝাই রিচার্ডসন ও মাইকেল নিসারের মতো মূল একাদশে নিয়মিত সুযোগ না পাওয়া পেসাররাও।


এ ছাড়া ভারতের বিপক্ষে অভিষেক সিরিজে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বেশ দ্রুতই কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়ে গেলেন টড মার্ফি। চুক্তিতে না থাকা ক্রিকেটারদের মধ্যে আছেন পিটার হ্যান্ডসকম্ব এবং ম্যাট রেনশ। মূলত পারফরম্যান্স বিবেচনাতেই বাদ পড়েছেন এই দুজন।


promotional_ad

স্বাভাবিকভাবেই এইবারের চুক্তিতে নেই অবসের যাওয়া অ্যারন ফিঞ্চ। বাদ দেয়া হয়েছে দলটির লেগ স্পিনার মিচেল সোয়েপসনকেও। চুক্তিতে নেই ম্যাথু ওয়েডর নামও। অথচ চুক্তি তালিকায় জায়গা করে নিয়েছেন মার্কাস হ্যারিস।


২০২১-২২ অ্যাশেজের পর আর অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ হয়নি তার। ১৪ টেস্টের ক্যারিয়ারে হ্যারিসের ব্যাটিং গড় ২৫.২৯, হাফ সেঞ্চুরি ৩টি। মূলত ডেভিড ওয়ার্নারের ফর্ম নিয়ে দুর্ভাবনা এবং আগামী দিনের কথা মাথায় রেখে চুক্তিতে ফেরানো হয়েছে ৩০ বছর বয়সী এই ওপেনারকে।


২৪ জনের এই তালিকায় যাদের জায়গা হয়নি তাদের জন্য অবশ্য চুক্তিতে জায়গা করে নেয়ার সুযোগ করে দিচ্ছে সিএ। এজন্য ১২ পয়েন্ট অর্জন করতে হবে সেই ক্রিকেটারকে। অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্ট খেললে ৫ এবং প্রতি ওয়ানডে বা টি-টোয়েন্টির জন্য ২ পয়েন্ট করে যোগ হবে।


এদিকে কয়েকদিন আগেই সকল বিভাগে পুরুষ এবং নারী ক্রিকেটারদের বেতন এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সিএ। আর তাই প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে বছরে ৩ মিলিয়ন ডলার আয় করতে যাচ্ছেন দলটির অধিনায়ক প্যাট কামিন্স।


সিএ'র সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭.৫ শতাংশ বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, পরের চার বছর আরও দুই শতাংশ করে বাড়ানো হবে পুরুষ ক্রিকেটারদের বেতন। আর অধিনায়কত্বের বোনাসসহ সবচেয়ে বেশি টাকা পাবেন কামিন্স।


একইভাবে যেসব ক্রিকেটার বছরে ৯ লাখ ৫০ হাজার ডলার আয় করতেন, তাদের বেতনও এক মিলিয়ন বা এর বেশি হয়ে যাবে। বিগ ব্যাশ লিগে খেলা ক্রিকেটারদের বেতনও বাড়ানো হয়েছে।


ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিতে আছেন যারা: শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিস, উসমান খাওয়াজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, টড মার্ফি, মাইকেল নিসার, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball