promotional_ad

সাকিব আমার চেয়েও বেশি হতাশ: সিডন্স

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিব-নাসিরসহ বাংলাদেশের ৯ ক্রিকেটার

৮ ঘন্টা আগে
ফাইল ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই মার্ক অ্যাডায়ারের হাফভলিতে কাভার দিয়ে উড়িয়ে চার মারেন সাকিব আল হাসান। এরপর পুরো ইনিংস জুড়েই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন বাঁহাতি এই ব্যাটার। ৯৪ বলে ৮৭ রানের ইনিংস খেলার পরগে ১৪টি চারের মার মেরেছেন।


যদিও সেঞ্চুরি তুলে নিতে না পারায় কিছুটা আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে। আইরিশ অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের করা অফ স্টাম্পের বাইরের বল সুইপ বা প্যাডেল সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষকের কাছে। এর ফলেই সেঞ্চুরি পাওয়া হয়নি তার।


promotional_ad

ম্যাচ শেষে ব্যাটিং কোচ জেমি সিডন্স জানিয়েছেন তার চেয়ে বেশি হতাশ সাকিব নিজেই। সাকিব চাইলেই এই বলে কাট বা লেট কাট করতে পারতেন। রান করার তাড়ায় না ভুগলে এই বলটি ছেড়েও দিতে পারতেন। যদিও সাকিব যেভাবে আউট হয়েছে তা আত্মহত্যার শামিল।


দিনের খেলা শেষে সিডন্স বলেছেন, ‘আউটটা কিছুটা হতাশাজনক ছিল তার জন্য। আমার মনে হয় বোলার ট্যাকটিকসে বদল এনেছিল। অফ স্টাম্পের অনেক বাইরে বল করছিল আর তাকে এই শট খেলতে প্ররোচিত করেছে। আমার চেয়ে সাকিবই বেশি হতাশ। কিন্তু মুশফিক দারুণ ইনিংস খেলেছে আজ, সাকিব ও সে ছিল অসাধারণ।’


ইনিংসের শুরু থেকেই সাকিব সুইপ শটে মনোযোগী ছিলেন। যদিও যে বলে আউট হয়েছেন সেটা ভুল শট ছিল বলে জানিয়েছেন সিডন্স। এর আগে ওয়ানডে সিরিজেও সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হয়েছিলেন সাকিব। সিডন্স মনে করেন দ্রুতই সেঞ্চুরি করে সেই আক্ষেপ পূরণ করবেন এই অলরাউন্ডার।


তিনি বলেন, ‘আমার মনে হয় সাকিব যেভাবে চেয়েছে সেভাবেই খেলেছে। পুরো ইনিংস জুড়েই সুইপ শট ভালো খেলেছে। কিন্তু ওই ট্যাকটিকস প্রয়োগ করার পর সম্ভবত এটা ভুল শট ছিল। ব্যাটিংয়ে একটি ভুল করলেই আপনি আউট। আমার মনে হয় না সেঞ্চুরির দিকে যাওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে। ৮০ এর কিছু বেশি রান ছিল তার, ওয়ানডেতে আরও কাছাকাছি ছিল। আমি নিশ্চিত সে একটা সেঞ্চুরি পেতে চাইবে, কিন্তু দলের প্রতি তার অবদানে আমরা খুশি। ’


মুশফিক-সাকিবের জুটির প্রশংসা করে ব্যাটিং কোচ বলেন, ‘সাকিব দ্রুত রান করেছে। কিন্তু আকাশে বল মারেনি। সে যখন ব্যাটিং করেছে, আমার মনে হয় সেই আজকে আমাদের সেরা ব্যাটার ছিল। খুবই নিয়ম মেনে খেলেছে। আমরা তিন উইকেট হারিয়ে ফেলেছিলাম, এরপর সে দারুণভাবে তুলে এনেছে। একসঙ্গে বড় জুটি গড়েছে আর খুবই ভালো অবস্থানে নিয়ে এসেছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball